ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিসিএসআইআরে ৪০ জনবল নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৮, ২৫ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৯:০৯, ৩০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বিজ্ঞান ও প্রযু্ক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে জনবল নিয়োগ দেওয়া হবে। সায়েন্টিফিক অফিসার এবং রিসার্স কেমিষ্ট হিসেবে ৪০ জনকে নিয়োগ দেওয়া। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

 পদের নাম ও পদসংখ্যা

 ১) সয়েন্টিফিক অফিসার-৩৪ টি

যে সব বিষয়ে নিয়োগ দেওয়া হবে-

ফার্মেসী-০৫ টি, রসায়ন (জৈব বা অজৈব বা ভৌত বা পলিমার )-৪ টি, ফলিত রসায়ন বা কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং-৪টি, ভূতত্ত্ব ও খনিবিদ্যা-০৩ টি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি-০৩ টি, গ্লাস এন্ড, সিরামিক ইঞ্জিনিয়ারিং-০২ টি, পদার্থ বিদ্যা-০২টি, মাইক্রোবায়োলজি-০২ টি, বায়োকেমিষ্ট্রি-০২ টি, সয়েল সায়েন্স-০২ টি, লেদার ইঞ্জিনিয়ারিং-০১ টি, জুলজি-০১ টি, উদ্ভিদ বিদ্যা-০১ টি, ফলিত পদার্থ-০১ টি, নিউট্রিশন এন্ড ফুড সাইন্স-০১ টি।

যোগ্যতা

সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে বি.এস.সি.(অনার্স)সহ এম.এস.সি অথবা প্রথম শ্রেণিতে এম.এস.সি ডিগ্রি অথাবা উভয় পরীক্ষায় ২য় শ্রেণি। শিক্ষা জীবনে পরীক্ষার কোনটিতেই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

বেতন

নিয়োগপ্রাপ্তদের মাসিক ২২,০০০-৫৩,০৬০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে। 

২) রিসার্স্ কেমিস্ট্রি-৬ টি

যে সব বিষয়ে নিয়োগ দেওয়া হবে-

রসায়ন-০৩ টি, ফলিত রসায়ন-০২ টি, উদ্ভিদ বিদ্যা-০১ টি

যোগ্যতা

সংশ্লিষ্ট বিষয়সহ দ্বিতীয় বিভাগ বা শ্রেণিতে বি.এস.সি ডিগ্রি অথবা এম.এস.সি । শিক্ষা  জীবনের কোন স্তরেই তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়।

বেতন

নিয়োগপ্রাপ্তদের মাসিক ১২,৫০০-৩০,২৩০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী  প্রার্থীরা http://bcsir.teletalk.com.bd এই  ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। এছাড়াও লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচী প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে (www.bcsir.gov.bd) পাওয়া যাবে।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা ২৬ ডিসেম্বর, ২০১৭ তারিখ সকাল ১০ টা থেকে ২৫ জানুয়ারী,২০১৮ তারিখ বিকাল ৫ টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

/ এম / এআর

 

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি