ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বিসিবির কাছে ৩ মাস সময় চেয়ে নিলেন ডমিঙ্গো-নান্নু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৭, ১১ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৬:৪৫, ১২ ডিসেম্বর ২০২১

মিনহাজুল আবেদিন নান্নু ও রাসেল ডোমিঙ্গো

মিনহাজুল আবেদিন নান্নু ও রাসেল ডোমিঙ্গো

বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ৩ মাস সময় চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। দলের ভবিষ্যতের কথা মাথায় রেখে রাসেল ডমিঙ্গো, মিনহাজুল আবেদিন নান্নুদের সেই চাওয়া মঞ্জুরও করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

একাধিক সিনিয়র ক্রিকেটারের অনুপস্থিতি আর ফর্মহীনতার কারণে বাংলাদেশ দল টানা ১০ ম্যাচ ধরে পরাজয়ের বৃত্তে বন্দী। এই দুঃসময়ে দল ও টিম ম্যানেজমেন্ট নিয়ে অনেক কথাই উঠেছে। প্রশ্ন উঠেছে দলের দায়িত্বশীল ও নীতিনির্ধারকদের ভূমিকা নিয়েও।

একের পর এক তরুণ ও নতুন খেলোয়াড়কে দলে ডাকা হচ্ছে। যাদের মধ্যে থেকে কেউ সুযোগ পাচ্ছেন, তো কেউ পাচ্ছেন না। চাপের মুখে ভালোও করতে পারছেন না বেশিরভাগ ক্রিকেটার। তবে ভবিষ্যতের স্বার্থে দলের এই পরীক্ষা-নিরীক্ষার প্রবণতা মেনে নিয়েছেন পাপনও।

তিনি বলেন, ‘এখন একটা রূপান্তর ধাপ যাচ্ছে। ওরা অনেক পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। করোনার আগমুহূর্তে বলেছিলাম, আগামী একটা বছর খুব খারাপ যাবে। কেন? কারণ আগে আমরা দেশে খেলতাম এখন বাইরে যাব। আগে যাদের সাথে খুব কম খেলা হত, এখন ওদের সাথেই খেলা। কঠিন কঠিন প্রতিপক্ষ। অভিজ্ঞ হওয়ার জন্য তো একটা সময় দিবেন।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘টিম সেটআপের জন্য তো একটা সময় দিবেন। নিউজিল্যান্ডে কাকে নামাবে আমি জানি না। আরও অনেক পরিবর্তন আনতে পারে। ওরা ৩ মাস সময় চেয়েছে, এই সময়ে ওদের বিরক্ত করতে চাই না। ওরা যদি পরীক্ষা-নিরীক্ষা করতে চায়… এতদিন তো সময় দেইনি। একটু সময় কি পাবে না?’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘টিম ম্যানেজমেন্ট দলে যেসব পরীক্ষা-নিরীক্ষা করছে তা ভালোর জন্যই। আমাদের তো ভবিষ্যতের জন্য লং টার্ম পরিকল্পনা করতে হবে। কেউ যদি তিন মাস সময় চায়, আমি কি তাতে না করতে পারি?’

তবে এই তিন মাস সময়কাল ঠিক কবে থেকে শুরু হবে কিংবা হয়েছে, তা জানাননি বিসিবি বস।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি