ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

বিস্ময়কর তাল!  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৩, ১৩ অক্টোবর ২০১৮

পাবনার সাঁথিয়া উপজেলার সলঙ্গী গ্রামে এক বিস্ময়কর তালের খবর এখন সবার জানা। রফিকুল ইসলামের বাড়ির একটি তালগাছের তাল নজর কেড়েছে সবার। ওই গাছের প্রতিটি তাল আকৃতিতে যেমন বড় তেমনি স্বাদেও অতুলনীয়। তাই তাল কিনতে এলাকার মানুষের আগ্রহের কমতি নেই।

জানা গেছে, প্রতি তাল ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। একেকটি তালের ওজন পাঁচ থেকে ছয় কেজি।

তাল গাছের মালিক রফিকুল জানান. তার বাবার হাতে লাগানো  তালগাছটি পাঁচ- ছয় বছর ধরে ফল দিচ্ছে। গাছে তাল ধরার  পর থেকেই সময়ের সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ছে এর সুনাম। প্রতি বছর ৬০ থেকে ৭০টি তাল হয় এই গাছে। একেকটি তাল ২৫০ টাকা থেকে ৩০০ টাকায় বিক্রি করেন তিনি। তাল বিক্রি করার জন্য কখনোই বাজারে যেতে হয় না । আগ্রহীরা আগে থেকেই অনেক অনুরোধ করে তালের জন্য বায়না করে রাখেন। এর পরেও সবাইকে তা দিতে পারেন না। চলতি বছরেই এ পর্যন্ত অর্ধ-শতাধিক তাল বিক্রি করেছেন তিনি।

 শুক্রবার তিনি বেড়া বাজারের দু’জন স্বর্ণব্যবসায়ীর কাছে দুটি তাল বিক্রি করতে এসেছিলেন। ওই দুই ব্যবসায়ী সপ্তাহখানেক আগে তালের কথা বলে রেখেছিলেন। প্রতিটি ৩০০ টাকা হিসাবে বিক্রি করেন।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি