ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

বিড়ালের স্মরণশক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৮, ৮ জুলাই ২০২৩ | আপডেট: ১৮:০২, ৮ জুলাই ২০২৩

মিউ মিউ করে ঘুরে বেড়ানো বিড়ালের স্মৃতিশক্তি নিয়ে অনেক গল্প আছে। শত মাইল দূরে থেকে বিড়াল ঠিকমত তার ঠিকানা বা বাসা চিনতে পারে। কেউ যদি বিড়াল যন্ত্রণা থেকে বাঁচতে অনেক দূরে রেখে আসেন তাহলে কয়েক ঘণ্টার মধ্যে ওই বিড়াল আবার ঠিকঠাক মতো চলে আসবে। 

বিড়ালের বুদ্ধিমত্তা বা স্মরণশক্তি অনেক প্রখর। এবার গবেষকরা বলছেন বিড়াল তাদের সঙ্গী ও কাছের মানুষের নাম-চেহারা মনে রাখতে পারে। 

প্রভুভক্ত বিড়াল, আরামপ্রিয় বিড়াল এরকম অনেক প্রতিষ্ঠিত প্রবাদ আছে। গবেষণায় বিড়াল পুষলে মানসিক চাপ কমে , হুদরোগের ঝুঁকিও কমে। 

যখন কেউ বিড়ালের সঙ্গে সময় কাটায় তখন তাদের দেহে প্রশান্তি ও আরামদায়ক রাসায়নিক পদার্থের নি:সরণ বৃদ্ধি পায়। শান্তিপ্রিয় বিড়াল সুযোগ পেলেই ঘুমায়, টিভি দেখে, গান শোনে আবার বৃষ্টি দেখে, উদাসও হয়।

গবেষণায় দেখা গেছে এখনো সেভাবে বিড়ালের মন, আচরণ নিয়ে তেমন বেশি কিছু জানেনা না কেউ। বলা হয়ে থাকে বেশিরভাগ মালিক জানেনই না তাদের পোষ্য প্রাণীটির কী প্রয়োজন?

বিড়াল আসলেই সমমর্মিতায় অনুরক্ত, সহযোগিতা পেতে ওরা মানুষের কৃপাপ্রার্থী। 

গবেষকদের মতে, 'বিড়ালরা তাদের সঙ্গীর নাম ও তার সঙ্গে সঙ্গতিপূর্ণ চেহারাকে মেলাতে পারে খুব বড় কোনো প্রশিক্ষণ ছাড়াই।' 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি