ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বিড়ি শিল্পকে বাঁচাতে পূর্বের ট্যারিফ মুল্য পূনর্বহালের দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৮, ৬ জুন ২০১৭

বিড়ি শিল্পকে বাঁচাতে পূর্বের ট্যারিফ মুল্য পূনর্বহালের দাবি জানিয়েছেন, বিড়ি শিল্প মালিক সমিতি।
জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা বলেন, বাংলাদেশে এ শিল্পের সাথে জাড়িত ২০ লাখ শ্রমিক। সাধারণ মানুষ, বিশেষ করে দুস্থ মহিলারা এ কাজ করে তাদের সংসার চালাচ্ছে দীর্ঘদিন থেকে, এটি বন্ধ হলে লাখ লাখ মানুষ বেকার হয়ে যাবে। সংশ্লিষ্টরা বলছেন, সিগারেটের উপর কর আরোপ না করে বিড়ির উপর বাড়তি কর বসানো এ শিল্পকে ধ্বংস করার পায়তারা। গেল বছরের তুলনায় এ বছর বিড়িতে ১৭২ শতাংস কর বৃদ্ধি করা উদ্দেশ্যমুলোক উল্লেখ করে এ থেকে সরে আসতে সরকারের প্রতি অনুরোধ জানান বিড়ি শিল্প মালিকারা।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি