ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

বিয়ারের সঙ্গে নাচলেন অন্ত:সত্ত্বা কেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৬, ১৭ অক্টোবর ২০১৭

তৃতীয় সন্তানের মা হতে যাওয়ার ঘোষণা দেয়ার পর সোমবারই প্রথম জনসমক্ষে আসলেন ব্রিটিশ রাজবধূ কেট উইলিয়াম। লন্ডনের প্যাডিংটন স্টেশনে একটি দাতব্য অনুষ্ঠানে কেটের সঙ্গে ছিলেন তার স্বামী প্রিন্স উইলিয়াম ও দেবর প্রিন্স হ্যারি। সেখানে প্যাডিংটন বিয়ারের সঙ্গে নাচেও অংশ নিয়েছেন রাজবধূ।
লন্ডনের প্যাডিংটন স্টেশনে পৌঁছলেই প্যাডিংটন বিয়ার চুম্বন দিয়ে ৩৫বছর বয়সী ক্যাটকে স্বাগত জানায়। অনুষ্ঠান দেখা যায়, চুলকে কয়েক ইঞ্চি ছোট করেছেন কেট এবং তার শারীরিক গঠন দেখে বুঝা যায় যে তিনি মা হতে চলেছেন। BAFTAR কিডস প্রোগ্রামের সহায়তায় অনুষ্ঠানটি আয়োজন করে স্টোডিও ক্যানাল।

অনুষ্ঠানে কেটকে বেশ প্রাণবন্ত দেখাচ্ছিল। কেটের প্রিয় ডিজাইনার ওরলা কাইলের ডিজাইন করা সুন্দর একটি পোষাক পরিধান করেন উপস্থিত হয়েছিলেন কেট। তবে তিনি পুরোপুরি স্বাভাবিক নন। সকালের সময়টাতে কিছুটা দুর্বলতা দেখা দেয় কেটের।

অনুষ্ঠানে ’প্যাডিংটন-২’ সিনেমার প্রচারণাও চালান ‘ডাচেস অব ক্যামব্রিজ’। এছাড়া এ সিনেমার অভিনয় শিল্পী ও কলাকৌশলীদের সাথে সাক্ষাত করেন রাজ ত্রয়ী।

 

সূত্র: বিবিসি

এমআর/এআর

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি