ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ের আগেই রাজ-শুভশ্রীর হানিমুন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৫, ২০ মার্চ ২০১৮ | আপডেট: ১৮:৪৭, ২০ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে চিত্রপরিচালক রাজ চক্রবর্তী ও চিত্রনায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মধুচন্দ্রিমার ছবি। সবার প্রশ্ন বিয়ের আগেই হানিমুন! হ্যাঁ, বিয়ের আগেই মধুচন্দ্রিমায় গিয়েছেন ভারতের এ সময়ের অন্যতম এ জুটি। তারা কোন স্থানে হানিমুন পর্ব সারছেন সেটা উল্লেখ করেননি। তবে অনেকের ধারণা তারা মধুচন্দ্রিমার জন্য বেছে নিয়েছেন দার্জিলিংয়ের কোনো এলাকা। তবে বিয়ের আগেই তাদের মধুচন্দ্রিমার এই ছবিগুলো সবার মাঝে বেশ আগ্রহ তৈরি করেছে।

অতি গোপনে গত ৬ মার্চ রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর বাগদান সম্পন্ন হয়। ওই দিন সন্ধ্যায় কলকাতায় রাজের আনন্দপুর ফ্ল্যাটে আয়োজিত এই অনুষ্ঠানে নিজেদের খুব ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন। তবে বাগদানের পর রাজ আর শুভশ্রী জানান, বিয়েতে কোনো গোপনীয়তা থাকবে না। সবাইকে আগেই জানানো হবে। আগামী ১১ মে বিয়ের পিঁড়িতে বসবেন রাজ ও শুভশ্রী। বিয়ের অনুষ্ঠান হবে বাওয়ালি রাজবাড়িতে।

রাজের আনন্দপুর ফ্ল্যাটে দুজনের জন্য ছিল একটি চকলেট কেক। এর আগে তাদের পরিবার এবং খুব কাছের বন্ধুদের ডাকা হয়। তাদের বলা হয়, রাতে ছোট একটা মিলনমেলা হবে। তবে কী কারণে এই আয়োজন, তা জানানো হয়নি। রাজ-শুভশ্রী বিষয়টা গোপনে রাখেন। বাগদানের পাশাপাশি রাজ আর শুভশ্রী বিয়ে রেজিস্ট্রির কাজও সম্পন্ন করেন। এ সময় উপস্থিত ছিলেন শুভশ্রীর মা এবং রাজের মা-বাবা।

এই আয়োজনে উপস্থিত একজন সংবাদমাধ্যমকে বলেন, ‘শুভশ্রী আসলে গুছিয়ে সংসার করতে চায়। বিয়ের পর রাজের পরিবারের সবার সঙ্গেই থাকবে ও।’ আরেকজন বলেন, ‘গতকালের আয়োজনে রাজ আর শুভশ্রীর মধ্যে শুভশ্রীকেই সবচেয়ে উত্তেজিত দেখাচ্ছিল। বিয়ের দিনটার জন্য যেন তাঁর আর তর সইছে না। এমনকি বাগদানের আংটি নিজেই কিনেছেন শুভশ্রী।’

বাগদানের পর উপস্থিত বন্ধুদের কাছে শুভশ্রী বলেন, ‘আমাদের গল্পটা অন্য রকম। তবে আমার কাছে ভালোই লাগে। রাস্তাটা অগোছালো ছিল। এবার এক রাস্তায় বাকি জীবনটা হাঁটতে এনগেজমেন্ট করে নিলাম। প্রত্যেকের ভালোবাসা আর গুরুজনদের আশীর্বাদ আমাদের ভীষণ প্রয়োজন।’

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি