ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

বিয়ের আগের রাতে বিষ পান, তরুণীর মৃত্যু

মিরসরাই সংবাদদাতা

প্রকাশিত : ১০:৫২, ১১ নভেম্বর ২০২৪

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ের আগের রাতে বিষপান করে এক তরুণী। চিকিৎসার পরও তাকে বাঁচানো গেল না। 

রোববার (১০ নভেম্বর) উপজেলার কাটাছরা ইউনিয়নে এই ঘটনা ঘটে। পরিবারের অনুরোধে ওই তরুণীর নাম প্রকাশ করা হচ্ছেনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দরিদ্র পরিবারের এই তরুণী গত ২০ দিন আগে বিষপান করে। পরে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করায়। সেখানে রোববার সকালে তার মৃত্যু হয়েছে।

পরে পুলিশ লাশের ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক ব্যক্তি বলেন, মেয়েটির বিয়ে ঠিক হয় স্ত্রী মারা যাওয়া (দোবরা) এক ছেলের সাথে। পরে বিয়ের আগের দিন রাতে বিষপান করে ওই তরুণী।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, লাশ উদ্ধার করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি