ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

বিয়ের বিষয়ে মুখ খুললেন রাহুল গান্ধী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪, ২৭ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৪:৪০, ২৭ অক্টোবর ২০১৭

ইতোমধ্যে সাতচল্লিশ বসন্ত পার করেছেন তিনি। কিন্তু এখনও বাধা হয়নি ঘর। ভারতের মোস্ট এলিজেবল ব্যাচেলরের তালিকায় সালমান খানের সঙ্গে রয়েছেন তিনিও। কংগ্রেসের এই যুব নেতা কবে সাত পাকে বাধা পড়বেন বা পাত্রী ঠিক করে রেখেছেন কিনা তা নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই। অবশেষে এ প্রশ্নের জবাব নিজেই দিলেন রাহুল গান্ধী।

একটি অনুষ্ঠানে বক্সার বিজেন্দ্র সিংয়ের প্রশ্নের জবাবে রাহুল বলেন, ‘যখন হবে, তখন হবে। আমি ভাগ্যে বিশ্বাস করি।’

রাহুল আরও দাবি করেছেন, ‘তিনি নিয়মিত শরীরচর্চা করেন, সাঁতার কাটেন এবং দৌড়ান। এমনকি মার্শাল আর্টে তাঁর ব্ল্যাক বেল্টও রয়েছে। কিন্তু নিজের ঢাক পেটাতে ভালবাসেন না তিনি।’ সূত্র: জি নিউজ।

 

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি