ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ে করলেন র‌্যাম্প মডেল ইমি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৯, ৩ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১০:৫১, ৩ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

জনপ্রিয় র‌্যাম্প মডেল ও অভিনেত্রী ইমি বিয়ে করেছেন। শুক্রবার রাতে রাজধানীর বেইলি রোডের এক রেস্তোরাঁয় তার আকদ অনুষ্ঠিত হয়। ইমির বর রিফাত আবদুল্লাহ আজমি।

দুই পরিবারের উপস্থিতিতেই বিয়ের এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বিয়ে প্রসঙ্গে ইমি বলেন, ‘আমরা দুজনই র‌্যাম্প মডেলিংয়ের সঙ্গে জড়িত। গত বছর আজমির সঙ্গে আমার পরিচয় হয়। এরপর আমাদের দুজনের কিছু বিষয় মিলে যায়। আমার কাছে মনে হলো সে ভালো ছেলে। ওর সঙ্গে বিয়েতে পরিবারের সবাই মত দিয়েছেন। আমাদের নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি