ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘বি. চৌধুরী-ড. কামাল দণ্ডিত খালেদা-তারেকের পক্ষে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৯, ৮ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, নীতি নৈতিকতার মুখোশ খুলে ফেলে বি. চৌধুরী-ড. কামাল দণ্ডিত রেজিস্টার্ড দুর্নীতিবাজ খালেদা-তারেকের পক্ষে মাঠে নেমেছেন। আজ সোমবার রাজধানীর ডেমরায় আমুলিয়া মডেল টাউন ময়দানে ঢাকা-৫ আসনে জাসদের নির্বাচনী সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ সব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বি. চৌধুরী-ড. কামাল বিএনপির সঙ্গে একমঞ্চে আন্দোলনের নামে নির্বাচন বানচাল করতে দণ্ডিত খালেদা-তারেককে রাজনীতিতে পুনর্বাসন করার পাঁয়তারা করছেন। এটি বাংলাদেশকে পাকিস্তান-আফগানিস্তানের মতো রক্তাক্ত পথে নিয়ে যাবার চক্রান্ত।

তিনি আরও বলেন, দীর্ঘ ১০ বছর ধরে নির্দলীয় সরকারের কোনো নির্দিষ্ট কাঠামো না দিয়ে নির্বাচনের দুদিন আগে সুনির্দিষ্ট রূপরেখা ছাড়া নির্দলীয় সরকারের দাবি তোলা আসলে হাওয়ায় ভাসানো কথা বা আকাশের ঠিকানায় লেখা চিঠি যা জনগণ বা সরকার কারো কাছেই পৌঁছাবে না।

এ সময় ঢাকা-৫ আসন থেকে ১৪ দলীয় প্রার্থী হিসেবে জাসদ ঢাকা মহানগর পূর্ব এর সভাপতি শহীদুল ইসলামের নাম প্রস্তাব করেন জাসদ সভাপতি।

জাসদ নেতা শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি রবিউল আলম, আব্দুল হাই তালুকদার, অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী, নুরুল আখতার, আফরোজা হক রীনা, শফি উদ্দিন মোল্লাসহ আরও অনেক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি