ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ চৌধুরীর চেহলাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫১, ৩ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১১:৫২, ৪ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ফেনীর বীরমুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজ সেবক প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সালেহ উদ্দিন আহমেদ চৌধুরীর চেহলাম উপলক্ষে আজ ফেনীর পরশুরাম উপজেলার উত্তর গুথুমাস্থ মরহুমের নিজ বাড়ীর জামে মসজিদে দিনব্যাপী কুরআনখানি, কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

এছাড়া বাদ জুমা ফেনী জেলার সকল মসজিদে ও পরশুরামের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ, দক্ষিণ গুথুমাহ হাইস্কুল, গুথুমাহ চৌমুরী মাদ্রাসাসহ কয়েকটি স্থানেও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

করোনার কারনে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ নিজ অবস্থান থেকে মরহুম সালেহ উদ্দিন আহমেদ চৌধুরীর জন্য দোয়ার অনুরোধ করেন তারই জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জনাব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি