ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বীরাঙ্গনা খঞ্জনী বেগম আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৬, ২৪ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ০৮:৫৭, ২৪ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

১৯৭১ সালে পাকিস্তান বাহিনীর হাতে নির্যাতিত বীরাঙ্গনা আফিয়া খাতুন চৌধুরী ওরফে খঞ্জনী বেগম আর নেই। তিনি সোমবার রাত সাড়ে ৯টায় কুমিল্লা নগরীর বাগিচাগাঁওস্থ বড় মসজিদ সংলগ্ন একমাত্র মেয়ে রোকসানা বেগমের বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি এক মেয়ে, জামাতা ও নাতি-নাতনিসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।

বীর নারীর খেতাবপ্রাপ্ত খঞ্জনী বেগমের মেয়ে রোকসানা বেগম মায়ের মৃত্যুর কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এই বীর নারী ১৯৩৯ সালে ফেনী জেলার বরইয়া চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা হাসমত আলী চৌধুরী ও মাতা মাছুদা খাতুন। ১৯৬৩ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘি ইউনিয়নের সোনাপুর গ্রামের রুহুল আমিন মানিক ওরফে হেকমত আলীর সাথে তার বিয়ে হয়। ১৯৬৬ সালে স্বামী হেকমত আলী চট্টগ্রামের বৈদ্যুতিক শাখায় কর্মরত অবস্থায় মারা যায়।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি