ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

বীর মুক্তিযোদ্ধা শাজাহান খানকে জার্মানিতে গণসম্বর্ধনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৯, ২১ জুলাই ২০২৩

জার্মান আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মাদারীপুর দুই আসনের এমপি, বীর মুক্তিযোদ্ধা শাজাহান খানকে গণসম্বর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার বিকাল ৩টায় বার্লিনের একটি মিলনায়তনে জার্মান আওয়ামী লীগের নেতা-কর্মীদের পরিচিতি সভায় এ সম্বর্ধনা দেওয়া হয়। ইউরোপ ও জার্মানির বিভিন্ন শহর থেকে আগত শতশত নেতা-কর্মীদের উপস্থিতিতে মিলনায়তন আওয়ামী লীগের মিলন মেলায় পরিনত হয়।

সভায় সভাপত্বিত করেন জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান। সঞ্চালনা করেন জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া ও জার্মান আওয়ামী লীগের সহ-সভাপতি নুরজাহান খান নুরি।

প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, বিশেষ অতিথি ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি, জার্মান আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা আনোয়ারুল কবির, প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি। বিশেষ বক্তা খান ফারুক চেয়ারম্যান দুতখালী ইউনিয়ান পরিষদ।

বক্তব্য রাখেন মাসুদুর রহমান মাসুদ, নুরে আলম সিদ্দিকী রুবেল, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, খান লিটন, আবদুল মালেক, সেলিম ভুইয়া, রানা ভুইয়া, সগির খান, ইসমে আজম, সরফুদ্দিন জুয়েল. শেখ রেদোয়ান, লিখন খান, শাহ আলম, নরুল হক, রনি মাতুব্বর, সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম হাওলাদার, সূর্য কান্তু ঘোষ, আওয়াল খানসহ আরো অনেকেই। 

আলোচনা সভায় বক্তারা জাতির পিতার মহীয়ান জীবন এবং আধুনিক, স্মার্ট বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। 

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন চিত্র তুলে ধরেন। প্রবাসে দলের দুঃসময়ে নেতা-কর্মীদের  ভূমিকার প্রশংসা করেন এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহবান জানান। বিএনপি-জামায়াত চক্র বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার যে অপচেষ্টা চালাচ্ছে জার্মান আওয়ামী লীগেকে তা প্রতিহত করার আহবান জানান।

সভার প্রধান বক্তা সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি জার্মানি এবং ইউরপের সব নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে প্রবাসী নেতা কর্মীদেরকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এসময় জার্মান আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির বিভিন্ন পদের নেতৃবৃন্দকে পরিচয় করিয় দেন দলের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া। বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান ফুল দিয়ে সবাইকে স্বাগত জানান। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ সঙ্গীত পরিবেশনের মধ্যমে।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি