ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বুকার জিতলেন শ্রীলঙ্কার লেখক শেহান কারুনাতিলাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৭, ১৮ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

বুকার পুরস্কার-২০২২ পেয়েছেন শ্রীলঙ্কার লেখক শেহান কারুনাতিলাকা। ফিকশনধর্মী বই ‘দ্যা সেভেন মুনস অব মালি অ্যালমেইদা’র জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

একজন আলোকচিত্রী সাংবাদিক (ফটোগ্রাফার) দেশের গৃহযুদ্ধে নিহত হওয়ার কাহিনী নিয়ে তার এ বইটি লেখা হয়েছে।

যুক্তরাজ্য প্রতিবছর সাহিত্যে ‘বুকার’ পুরস্কার দেয়। ইংরেজি ভাষায় লেখা সেরা মৌলিক উপন্যাসের জন্য এই পুরস্কার দেওয়া হয়। ১৯৬৯ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

শেহান কারুনাতিলাকা সোমবার লন্ডনে এক অনুষ্ঠানে ব্রিটিশ রাজা চালর্সের স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলার কাছ থেকে পুরস্কারের ট্রফি গ্রহণ করেন। ট্রফির পাশাপাশি তাকে ৫৬ হাজার ডলার তুলে দেওয়া হয়।

শেহান কারুনাতিলাকা দ্বিতীয় শ্রীলঙ্কান যিনি মর্যাদাপূর্ণ এই পুরস্কার পেলেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি