ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বুদ্ধিজীবী হত্যার প্রকৃত ইতিহাস তুলে ধরার দাবি জামায়াতের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ১৪ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১৫:২৯, ১৪ ডিসেম্বর ২০২৪

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

বুদ্ধিজীবী হত্যার সঠিক তদন্তের মধ্য দিয়ে জাতির সামনে প্রকৃত ইতিহাস তুলে ধরার দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় অতিবাহিত হলেও বুদ্ধিজীবী হত্যার সঠিক কোনও তদন্ত হয়নি। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের হত্যার সঠিক তদন্তের সময় এসেছে। স্বাধীনতার প্রাক্কালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যার মধ্য দিয়ে দেশকে মেধাশূন্য করার চেষ্টা করা হয়।

তিনি বলেন, চিত্রনির্মাতা, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা জহির রায়হান মুক্তিযুদ্ধের ডকুমেন্টারি তৈরি করার জন্য মাঠে নেমেছিলেন। তবে এই কাজ করতে করতে হঠাৎ করেই তিনি নিখোঁজ হয়ে যান। 

জাতির শ্রেষ্ঠ সন্তান জহির রায়হানকে হত্যার মধ্য দিয়ে সত্য উদঘাটন বাধাগ্রস্ত করা হয় হয় বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি।

গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করতেই স্বাধীনতার যুদ্ধে এ দেশকে সাহায্য করেছিল ভারত। আওয়ামী লীগের আমলেও তা অব্যহত ছিল। ভারত শুধু শোষণই করে গেছে আমাদের।

তিনি বলেন, তারা বৃষ্টির সময় বাঁধ খুলে দিয়ে এদেশকে বন্যা ও শুকনা মৌসুমে বাঁধ আটকে পানির সংকটে রাখছে। মন থেকে তারা আমাদের দেশ এবং দেশের মানুষের ভালো চায়নি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, আমরা কখনো ভারতকে শত্রু মনে করিনি। অথচ, ভারত আমাদের দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি