ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বুধবার বিএনপির বি‌ক্ষোভ কর্মসূচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ৭ মে ২০১৮

Ekushey Television Ltd.

বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়ার মু‌ক্তির দা‌বি‌তে সমা‌বেশ কর‌তে না‌ দেওয়ার প্র‌তিবা‌দে বুধবার ঢাকার প্র‌তি‌টি থানায় বি‌ক্ষোভ কর‌বে দলটি বলে জানা গেছে। সোমবার সকাল সা‌ড়ে ১০টায় রাজধানীর নয়াপল্ট‌নে বিএন‌পির কেন্দ্রীয় কার্যাল‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে দলের সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী এ কর্মসূ‌চি ঘোষণা করেন।

রুহুল ক‌বির রিজভী ব‌লেন, খা‌লেদা জিয়ার মু‌ক্তির দা‌বি‌তে সমা‌বে‌শের অনুম‌তি দেওয়া হয়নি। আমরা রোববার রাত পযর্ন্ত অপেক্ষা করেছি। কিন্তু পু‌লিশ জা‌নি‌য়ে দি‌য়ে‌ছে, বিএন‌পি‌কে কোথাও সমা‌বে‌শের অনুম‌তি দেওয়া হবে না। এর প্র‌তিবা‌দে ৯ মে ঢাকার প্র‌তি‌টি থানায় বি‌ক্ষোভ কর্মসূ‌চি পাালন করা হ‌বে।

‌রিজভী আরও ব‌লেন, সরকার জনআত‌ঙ্কে ভুগ‌ছে। তারা জনগণ দেখ‌লেই ভয় পায়। এজন্য বি‌রোধী দল‌কে কোনো কর্মসূ‌চি পালন কর‌তে দি‌চ্ছে না। তাদের এমন অগণতা‌ন্ত্রিক আচার‌ণের তীব্র নিন্দা ও প্র‌তিবাদ জানাই।

সংবাদ স‌ম্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন- বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা আব্দুস সালাম, বিএন‌পির যুগ্ম মহাস‌চিব সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলাল, সহ-সাংগঠ‌নিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক বেলাল আহ‌মেদ প্রমুখ।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি