বুনোর দৃঢ়তায় ইউরোপা লিগের শিরোপা জিতলো সেভিয়া
প্রকাশিত : ১১:২৮, ১ জুন ২০২৩
রোমাকে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হারিয়ে রেকর্ড সপ্তমবারের মতো ইউরোপা লিগের শিরোপা জিতলো স্প্যানিশ ক্লাব সেভিয়া।
হাঙ্গোরির পুসকাস অ্যারেনায় শুরুর দিকে দাপট দেখায় ইতালিয়ান ক্লাব এএস রোমা। শুরুতে গোলও পায় তারাই। ৩৫ মিনিটে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা।
এই এক গোলে এদিয়ে থেকে বিরতিতে যায় রোমা।
দ্বিতীয়ার্ধে শুরুতে ভুল করে বসে রোমা ডিফেন্ডার জিয়ানলুকা মানচিনি। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে নেন তিনি।
নির্ধারিত ও অতিরিক্ত সময়ে আর কোনো গোল না হলে খেলা গড়ায়ে টাইব্রেকারে।
সেখানে প্রথম চার শটে সেভিয়া সবগুলো লক্ষ্যে রাখলেও রোমা পেরেছে মাত্র একটি। অসাধারণ সেভ করে শেষদিকে নায়ক বনে যান সেভিয়ার মরক্কান গোলরক্ষক ইয়াসিন বুনো।
এএইচ