ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বুফেতে ২০% মূল্যছাড় দিচ্ছে শ’স স্টেকহাউজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৮, ২ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ভোজন রসিকদের জন্য প্রতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার বুফে ডিনারের আয়োজন করে শ’স স্টেকহাউজ। স্টেক লাভারদের জন্য বিশেষ আয়োজন হিসেবে থাকে আনলিমিটেড লাইভ স্টেক ও বারবিকিউ। আর এই বুফে ডিনারে অতিথিদের জন্য ২০ শতাংশ মূল্যছাড় দিচ্ছে স্টেকহাউজটি।

শ’স স্টেকহাউজ জানায়, ‘কাস্টমান অ্যাপরিসিয়েশন উইকেন্ড’ কার্যক্রমের আওতায় গ্রাহকদের জন্য এই ২০ শতাংশ মূল্যছাড় দেওয়া হচ্ছে। অন্যান্য সময়ে ৩৫টিরও বেশি পদের খাবার দিয়ে সাজানো এই বুফে ডিনারের মূল্য এক হাজার ৫৯৯ টাকা। সাথে যোগ হবে ভ্যাট ও সার্ভিস চার্জ।

প্রতিষ্ঠানটির কর্ণধার বিশ্ব সাজ্জাদ জানান, “আমাদের রেস্টুরেন্টের প্রধান আকর্ষণ স্টেক। সেই স্টেকসহ আরও বেশ কিছু মজাদার আইটেম নিয়ে বুফের আয়োজন করি আমরা। এখানে আছে লাইভ বারবিকিউ এবং স্টেক এর স্বাদ নেওয়ার আয়োজন। আমরা আমাদের নিয়মিত অতিথিদের পাশাপাশি নতুন অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক মাধ্যম হিসেবে এই মূল্যছাড় দিচ্ছি”।

তাই যারা সাপ্তাহিক ছুটির দিনগুলোতে পরিবার পরিজন নিয়ে বেড়াতে চান তাদের জন্য দারুণ এক জায়গা হতে পারে শ’স স্টেকহাউজ। রাজধানীর গুলশানের ৪৪ নম্বর রোডের এই স্টেকহাউজে সন্ধ্যা ৬টা থেকে বুফে ডিনার আরম্ভ হয়। বুফেতে অংশ নিতে আগ্রহী অতিথিদের আগে থেকে রিজার্ভেশন দেওয়ার অনুরোধ করে প্রতিষ্ঠানটি। এর জন্য ফোন দিতে হবে ০১৯০৬৬৬৬০০০ এই নম্বরে।   

//এস এইচ এস//

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি