ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বুবলিই শাকিবের ‘প্রিয়তমা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮, ১৪ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৪:০৪, ১৪ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বর্তমানে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ নিয়ে ব্যস্ত রয়েছেন সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলি। এ ছাড়া বেশ কয়েকটি সিনেমাতে অভিনয়ের প্রাথমিক কথা-বার্তা চলছে তার। যেই মুহুর্তে শাকিব-অপুর সংসারে চলছে ঝামেলা ঠিক সেই সময়ে প্রকাশ হয়েছে নতুন খবর। আর তা হচ্ছে- শাকিব খানের ‘প্রিয়তমা’ নাকি বুবলি নিজেই।

বিষয়টি নিয়ে বুবলি বলেন, ‘হ্যাঁ, কথাটা সত্য। আসলে ‘প্রিয়তমা’ সিনেমার প্রস্তাব পেয়েছিলাম ছয় মাস আগে। হিমেল আশরাফ তখন সিনেমার কাহিনী শুনিয়ে ছিলেন। পাশাপাশি ইচ্ছা পোষণ করেছিলেন শাকিব খান ও আমাকে নিয়ে এটি নির্মাণের। এর মধ্যে শাকিব খানও বেশ ব্যস্ত হয়ে পড়েন। তাই চিত্রনাট্য হাতে পাননি তিনি। সম্প্রতি ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ শুটিংয়ের ফাঁকে শাকিব খান গল্পটি শোনেন। তারও মনে ধরে এটি। একটা পর্যায়ে সিনেমাটি প্রযোজনার সিদ্ধান্ত নেন। সত্যি বলতে কি সিনেমাটির কাহিনীতে ভিন্নতা রয়েছে।

সিনেমাটি নিয়ে বুবলি বলেন, ‘সিনেমাটিক ওয়েতে বললে বলতেই হয় শাকিব খানের ‘প্রিয়তমা’ আমিই। প্রিয়তমা’র কাহিনীটা একটু ভিন্ন। বাকিটা সিক্রেট থাকুক। আমাদের রসায়নটা দর্শক না হয় পর্দায় দেখবে।’

শাকিবের সঙ্গে কাজ করা নিয়ে তিনি বলেন, ‘শাকিব খানের মতো সুপারস্টারের সঙ্গে কাজ করাটা যেকোনো নায়িকার জন্য বড় পাওয়া বলে মনে করি। সেখানে তার নিজের প্রোডাকশন হাউস থেকে কাজের সুযোগ পাওয়া আরও সৌভাগ্যের। এটি আমার জন্য অন্যতম মাইলফলক হবে।’

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি