ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

বুবলি প্রস্তুত দুই সিনেমা নিয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৯, ৩১ মে ২০১৮ | আপডেট: ১৫:৪৪, ৩১ মে ২০১৮

এই ঈদে শবনম বুবলি প্রস্তুত দুটি নতুন সিনেমা নিয়ে। সিনেমা দুটি হচ্ছে- ‘সুপার হিরো’ ও ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’। বুবলি প্রস্তুত থাকলেও জটিলতা রয়েগেছে। জানা গেছে- আশিকুর রহমানের ‘সুপার হিরো’ সিনেমার শুটিং হয়েছে অস্ট্রেলিয়ায়। অভিযোগ উঠেছে, দেশের বাইরে শুটিংয়ের অনুমতি নেওয়া হয়নি। সে কারণে মুক্তিপ্রতীক্ষিত এ সিনেমাটি নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে বুবলি আশা করছেন, অনিশ্চয়তা কাটিয়ে এই ঈদেই মুক্তি পাবে ‘সুপার হিরো’।

অপরদিকে উত্তম আকাশের ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ইতিমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। দুটি সিনেমাতেই বুবলির নায়ক শাকিব খান।
‘সুপার হিরো’ নিয়ে বুবলি বলেন, ‘ঈদ টার্গেট করেই বানানো হয়েছে এই সিনেমা। ঈদে যে ধরনের সিনেমা আমাদের দর্শক দেখতে চায়, তা-ই আছে এখানে। প্রথমবারের মতো অ্যাকশন চরিত্রে দেখা যাবে আমাকে। এমন অনেক দৃশ্য আছে সিনেমাতে, যেসব হলিউডের বিগ বাজেটের অ্যাকশন সিনেমায় দেখা যায়। সিনেমার টিজার-ট্রেলার প্রকাশের পর দর্শকের যে সাড়া পেয়েছি, আমরা বুঝে গেছি, এই সিনেমা মাত করবেই।’

তিনি আরও বলেন, ‘দর্শক আমাকে নতুন রূপে পাবে। আমার সম্পর্কে ধারণাই বদলে যাবে তাদের। প্রতিটা অ্যাকশন দৃশ্যের জন্য খেটেছি। শুটিংয়ে যাওয়ার আগেই ফাইটের প্রশিক্ষণ নিয়েছি। দৌড়ঝাঁপ, মারামারি, সংলাপ-পাল্টা সংলাপ—চ্যালেঞ্জিং একটা সিনেমা। শুটিং-ডাবিং করার পর মনে হলো, একটা ধামাকা কিছু করলাম।’

‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ নিয়ে বুবলি বলেন, ‘সুপার হিরো’ সিনেমার সম্পূর্ণ বিপরীত এই সিনেমা। হাস্যরসে ভরা। হাসতে হাসতে দম ফাটার অবস্থা হবে দর্শকের। আঞ্চলিক ভাষায় মজার মজার সংলাপ, ঈদের খুশিতে বাড়তি আনন্দ দেবে এই সিনেমা। বলিউড কিংবা হলিউডে এ রকম পিওর কমেডি হয়।’

এছাড়া আরও দুটি সিনেমা আছে বুবলির হাতে। ‘ক্যাপ্টেন খান’ ও ‘প্রিয়তমা’। যার মধ্যে ‘ক্যাপ্টেন খান’ -এর শুটিং করতে চিটাগং যেতে হবে দু’একদিনের মধ্যেই। অপরদিকে ‘প্রিয়তমা’র প্রি-প্রডাকশনের কাজ চলছে।

উল্লেখ্য, বুবলির পৈতৃক নিবাস নোয়াখালী। বাস্তবে ‘নোয়াখাইল্লা মাইয়া’ হলেও এই সিনেমার জন্য নতুন করে শিখতে হয়েছে নোয়াখাইল্লা ভাষা। কারণ বুবলির জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। নোয়াখালীর ভাষা বোঝেন, বলতেও পারেন। সমস্যা একটাই, আঞ্চলিক টান এদিক-সেদিক হয়ে যায়। সে কারণেই নতুন করে শিখতে হয়েছে। শুটিংয়ের আগে-পরে বাসায় নোয়াখালীর ভাষায় কথা বলেছেন।
এদিকে এই অভিনেত্রী টিভিতে খবর পড়েছেন, বড় পর্দায় অভিনয় করছেন। সম্প্রতি প্রথমবারের মতো বিজ্ঞাপনচিত্রের মডেলও হলেন।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি