ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বুরকিনা ফাসোয় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৬০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৭, ২৪ এপ্রিল ২০২৩

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় সেনাবাহিনীর ছদ্মবেশে বন্দুকধারীদের হামলায় অন্তত ৬০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। 

স্থানীয় সময় শুক্রবার দেশটির ওয়াহিগৌয়া শহরের কাছে কার্মা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ রোববার বিষয়টি নিশ্চিত করেছে। 

পুলিশ জানায়, সামরিক বাহিনীর পোশাক পড়ে ওই গ্রামে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠি। হামলার কারণ এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। 

কার্মা গ্রামটি প্রতিবেশী দেশ মালির সীমান্তে অবস্থিত। ওই এলাকায় আল কায়েদা, আইএসসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায়ই হামলা চালায়। 

এরআগে, গেল ১৫ এপ্রিল একই এলাকায় হামলায় অন্তত ৪০ জন নিহত হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি