বুড়িগঙ্গায় নৌকা ডুবে দুই কিশোরীর মৃত্যু
প্রকাশিত : ০৯:১৩, ৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ০৯:১৬, ৩ এপ্রিল ২০১৮
রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে জাহাজের ঢেউয়ে ডিঙি নৌকা ডুবে স্বপ্না ও সানজিদা নামে নিখোঁজ হওয়া দুই কিশোরীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল। ফায়ার সার্ভিস সদর দফতরের কর্তব্যরত কর্মকর্তা (পরিদর্শক) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে ওই দুই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। এর আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে খেয়া নৌকাটি কয়েকজন যাত্রী নিয়ে সদরঘাট থেকে বুড়িগঙ্গার ওপারে যাওয়ার সময় ডুবে যায়।
নিহত কিশোরী সানজিদার বাসা কেরানীগঞ্জে সদরঘাটে উল্টো দিকে। আর নিহত স্বপ্নার পরিবার সানজিদাদের বাসায় ভাড়া থাকে।
সদরঘাট নৌ-পুলিশের ইনচার্জ শেখ মো. আব্দুর রাজ্জাক জানান, সোমবার সন্ধ্যায় সদরঘাট লালকুঠি টার্মিনাল থেকে খুলনাগামী সরকারি এমভি বাঙালি লঞ্চের ধাক্কায় ডুবে যায় যাত্রীবাহী একটি ডিঙি নৌকা। খবর পেয়ে নৌ-পুলিশের একটি ডুবুরি দল সদরঘাটে উদ্ধার অভিযান চালায়।
তিনি আরও জানান, নৌকায় থাকা ছয়জন যাত্রী সাঁতরে তীরে ভিড়লেও দুই কিশোরী তলিয়ে যায়। পরে তাদের সন্ধানে নামানো হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
পরিবারের ইচ্ছায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
একে// এসএইচ/
আরও পড়ুন