ঢাকা, বুধবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৫

বুড়িগঙ্গায় যুবকের অর্ধগলিত লাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪১, ৪ অক্টোবর ২০১৭ | আপডেট: ২২:৫৩, ৬ অক্টোবর ২০১৭

রাজধানীর বুড়িগঙ্গা নদী থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানা যায়নি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার রাতে পোস্তগোলা এলাকা সংলগ্ন বুড়িগঙ্গায় স্থানীয়রা লাশটি ভাসতে দেখে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি বলেন, অজ্ঞাতপরিচয় ওই যুবকের শরীরের কোথাও আঘাতের চিহ্ন আছে কিনা বোঝা যায়নি। তবে মনে হচ্ছে, ৫/৬ দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি