ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বুড়িগঙ্গা নদী বাঁচাতে প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক

প্রকাশিত : ১৮:৪৮, ১৪ জুন ২০১৬ | আপডেট: ১৮:৫১, ১৪ জুন ২০১৬

বুড়িগঙ্গা নদী বাঁচাতে ১ হাজার ১২৫ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি -একনেক। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার’ প্রকল্প। মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্পের মাধ্যমে নিউ ধলেশ্বরী-পুংলী-বংশাই-তুরাগ নদী পুনঃখনন করা হবে, যেন বুড়িগঙ্গাসহ ঢাকা মহানগরীর চারপাশে বহমান নদীগুলোতে পানি প্রবাহ বজায় থাকে। এছাড়া এদিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়নসহ ৭টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে একনেক সভায়। সব মিলে খরচ ধরা হয়েছে ৩ হাজার ৩২৬ কোটি ৫০ লাখ টাকা।  
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি