ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বুড়িগঙ্গা বাঁচাতে ধলেশ্বরী ধ্বংস(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৪, ১৮ আগস্ট ২০১৮

বুড়িগঙ্গা বাঁচাতে গিয়ে ধ্বংসের মুখে ঠেলে দেয়া হয়েছে ধলেশ্বরী নদীকে। হুমকির মুখে পড়েছে ওই এলাকার পরিবেশ ও প্রতিবেশ। ট্যানারি মালিক আর কর্মকর্তা-কর্মচারিরা বলছেন, এর ফলে বিশ্ব বাজারে বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে ক্রেতারা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে বলেও আশংকা তাদের। তবে, শিল্প মন্ত্রণালয় বলছে, পরিবেশের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে চামড়া শিল্প নগরী। তৌহিদুর রহমানের তিন পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ।

সাভারে চামড়া শিল্পনগরীর একটি ট্যানারির চিত্র এটি। পরিকল্পিত এই চামড়া নগরী যেনো দূষণ ছড়াচ্ছে পরিকল্পিতভাবেই। ময়লা-আবর্জনার জন্য আলাদা লেন থাকার কথা থাকলেও সব কিছু যাচ্ছে একটি ড্রেন দিয়ে।

আবার নির্ধারিত স্থানে বর্র্জ্য ফেলার কথা থাকলেও মানা হচ্ছে না তা। বর্জ্য গিয়ে মিশছে ইটিপির ক্যামিকেলের সাথে। ড্রেন দিয়ে ক্যামিকেল মেশানো পানি অবাধে গিয়ে পড়ছে নদীতে।

ট্যানারি মালিক আর কর্মকর্তারা বলছেন, সিইটিপি বা কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের নির্মাণ কাজ পুরোপুরি শেষ না হওয়ায় এই অবস্থা।

চামড়া শিল্প রক্ষায় দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন ব্যবসায়িরা।

ট্যানারি শিল্পের প্রতি সরকার আন্তরিক জানিয়ে পরিবেশ রক্ষায় ব্যবসায়িদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন শিল্প সচিব।

ঈদুল আজহার কথা মাথায় রেখে চামড়া শিল্প নগরীর জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি