ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বৃত্তি নিয়ে কানাডায় উচ্চশিক্ষা 

মুহাম্মাদ শফিউল্লাহ

প্রকাশিত : ১১:১৫, ২০ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১১:৩২, ২০ সেপ্টেম্বর ২০২০

বিশ্বের উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ রয়েছে। সমৃদ্ধ গবেষণা, শিক্ষার কারিকুলাম বা পাঠ্যসূচি, উন্নত জীবনযাত্রা, সমৃদ্ধ জ্ঞান অর্জন এ সকল কিছুই জন্য কানাডর বিশ্ববিদ্যালয়সমূহের চাহিদা ব্যাপক। দেশটির বিশ্ববিদ্যালয়গুলোও বিদেশি শিক্ষার্থীদের সুযোগ দিচ্ছে। ম্যাপল পাতার দেশটির অধিকাংশ বিশ্ববিদ্যালয় বিশ্বের মধ্যে অন্যতম এবং বাংলাদেশসহ সারা বিশ্বে এর সনদের গ্রহণযোগ্যতা রয়েছে। কানাডা পৃথিবীর মধ্যে শান্তিপ্রিয় দেশ হিসেবেও বিবেচিত। কানাডায় অধ্যয়নকালীন সময় খন্ডকালীন চাকরী (পার্ট টাইম জব) করার অফুরন্ত সুযোগ রয়েছে।

উত্তর আমেরিকার বিশাল এ দেশটিতে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক কম। দেশটির কর্তৃপক্ষ মানব সম্পদের সংকটে থাকায় অধ্যয়ন শেষ করে স্থায়ীভাবে বাসিন্দা হওয়ার শিক্ষার্থীদের সুযোগ সুবিধা দিয়ে থাকে। অর্থাৎ আপনার উচ্চশিক্ষা শেষে স্কিল ভিসায় স্থায়ী বসবাসের সুযোগ থাকে। 

বিশ্বের ক্রমবর্ধমান অর্থনীতিতে কানাডায় অর্থনীতি স্থিতিশীল হওয়ায় দেশটির মাথাপিছু আয় অন্যান্য দেশের তুলনায় বেশি হওয়ায় আয়ের পরিমানও বেশি। বর্তমানে কোভিড-১৯ মহামারী চলমান থাকায় দেশটিতে সাময়িক সময়ের জন্য ভিসা বন্ধ থাকলেও তা অচিরেই খুলে দেওয়া হবে বলে কানাডা সরকারের ওয়েবসাইট থেকে জানা যায়। 

আবেদনকারী শিক্ষার্থীর ব্যাংক হিসেবে পর্যাপ্ত পরিমানে টাকা দেখাতে হবে। এতে করে কানাডার কর্তৃপক্ষ ধারণা করে নিতে চায় যে, পড়তে আসা শিক্ষার্থী তার অধ্যয়নে শেষ করা পর্যন্ত আর্ধিক স্বচ্ছলতা রয়েছে। 

বৃত্তির জন্য আবেদন করতে হলে ইংরেজি ভাষার দক্ষতা ভালো থাকতে হবে। টোয়েফল ও আইইএলটিএস’রে স্কোর ভালো থাকতে হবে। কানাডার বিখ্যাত অনেক বিশ্ববিদ্যালয়ে বেশ কম খরচেই পড়াশুনা করা যায়। এগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো, নিউফাউন্ডল্যেন্ডের মেমোরিয়াল বিশ্ববিদ্যালয়, প্রভিন্সের ইউনিভার্সিটি অব সাসকাটিওয়ান। এ বিশ্ববিদ্যালয়ে স্নাতকের টিউশন ফি ১০ হাজার ডলারের কাছাকাছি। এতে করে সেমিস্টার ফ্রি দেড় হাজার ডলার পড়ে যায়। 

আবেদনের সময়সীমা থাকে সেপ্টেম্বর থেকে মে পর্যন্ত। এ ছাড়া জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল ও জুনেও কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে সেশন শুরু হয়। 

কানাডার সরকার সরকারিভাবে বা বেসরকারিভাবে বিদেশি শিক্ষার্থীদের অধ্যয়নের সুযোগ দিয়ে থাকে। অ্যাকাডেমিক রেজাল্টের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের সুযোগ দিয়ে থাকে। তবে বৃত্তির জন্য অবশ্যই টোয়েফল, আইইএলটিএস, জিআরই, জিম্যাট প্রভৃতি ফলাফল (স্কোর) ভালো থাকতে হবে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কানাডা সরকার আন্তর্জাতিক স্কলারশিপ প্রোগ্রাম নামে একটি বৃত্তি দেয়। এ ছাড়া কানাডা মিলেনিয়াম স্কলারশিপ ফাউন্ডেশন, ওন্টারিও গ্র্যাজুয়েট বৃত্তি প্রোগ্রামসহ নানা ধরনের বৃত্তির প্রোগ্রাম চালু আছে।

কানাডার বিশ্ববিদ্যায়লসমূহ তাদের নিজস্ব ওয়েবসাইটে ভর্তি ও স্কলারশিপের যাবতীয় তথ্য প্রকাশ করে থাকে। নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটগুলোতে চোখ রাখলে অনেক বৃত্তির খবর জানা যায়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটগুলিতে ভর্তির সময় ও স্কলারশিপ সংক্রান্ত সকল তথ্য আপডেট থাকে। 

বৃত্তি/বিদেশি শিক্ষার্থীদের জন্য কানাডার সরকারী ওয়েবসাইট: 

 কানাডিয়ান বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনাবিষয়ক তথ্যের ওয়েবসাইট: https://www.univcan.ca/

 কানাডার অন্টারিও প্রভিন্সের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ওয়েবসাইট: https://www.ouac.on.ca/

স্টুডেন্টবিষয়ক সরকারি ওয়েবসাইট: https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/study-canada.html

উপকারী ওয়েবসাইট: https://www.studyincanada.com/ এবং http://immigrationandsettlement.org/

এছাড়াও Study in Canada, Scholarships in Canada, Canada student visa ইত্যাদি লিখে গুগলে সার্চ দিয়ে পেতে পারেন বৃত্তির নানা তথ্য। 

পড়াশোনার ভাষা: ইংরেজি ও ফরাসি দুটি ভাষাতেই কানাডার প্রায় সব বিশ্ববিদ্যালয়েই পড়াশোনা করা যায়। তবে যে ভাষায় পড়াশোনা করতে ইচ্ছুক সে ব্যাপারে আগেই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে এবং সংশ্লিষ্ট ভাষায় যথেষ্ট দক্ষতাও থাকতে হবে। ভর্তির শুরুতেই ভাষার ওপর দক্ষতা যাচাই করার জন্য অনলাইনে বিভিন্ন পরীক্ষা দেওয়া লাগে।  

শিক্ষাব্যবস্থা: কানাডায় একজন শিক্ষার্থী ইচ্ছা করলে দুই ভাবে পড়াশোনা করতে পারে। ফুলটাইম অথবা পার্টটাইম পড়াশোনায় এখানে রয়েছে আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, ডক্টরাল, পিএইচডি কোর্স। এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে আরও রয়েছে কো-অপারেটিভ এডুকেশন, ডিসট্যান্ট লার্নিং, কন্টিনিউয়িং এডুকেশন এবং স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের মতো আরও অনেক কোর্স ও পদ্ধতি। এখানে শিক্ষার দক্ষতা বৃদ্ধির জন্য ওয়ার্কশপ ও কাউন্সেলিং ব্যবস্থা রয়েছে এবং আর্থিক সহযোগিতার জন্য বিভিন্ন স্কলারশিপ দেওয়া হয়ে থাকে।

যে বিষয়ে পড়া যায়: কম্পিউটার সায়েন্স, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ফুড সায়েন্স, কনস্ট্রাকশন অ্যান্ড রিসোর্সেস, ইলেকট্রনিক্স, মেডিক্যাল সায়েন্স অ্যান্ড সার্ভিসেস, মেরিন অ্যাফেয়ার্স, এগ্রিকালচার, ইকোনোমিক্স, অ্যাপ্লায়েড কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ম্যানেজমেন্ট, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, অ্যাসট্রোনমি, অ্যাপ্লায়েড জিওগ্রাফি, আর্কিটেকচারাল সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, হোম ইকোনোমিক্স, মিউজিক, ফিলোসফি, হিস্ট্রি অ্যান্ড রিলিজিওন, ইংলিশ, ল, থিয়েটারসহ আন্ডার গ্র্যাজুয়েট পর্যায়ে প্রায় ১০ হাজার বিষয় এবং পোস্ট গ্র্যাজুয়েট পর্যায়ে প্রায় তিন হাজার বিষয় পড়তে পারবেন।

ভেনিয়ার কানাডা গ্রাজুয়েট স্কলারশীপ (Vanier Canada Graduate Graduate Scholarships (Vanier CGS) নামে প্রতিবছর কানাডিয়ান সরকার মোট ১৬৭টি এই বৃত্তি প্রদান করে থাকে এবং বছরের যে কোন সময়েই বিভিন্ন কানাডিয়ান প্রতিষ্ঠানগুলোতে তাদের পিএইচডি প্রোগ্রামের জন্য ভ্যানিয়ার স্কলারশিপসহ মোট ৫০০ জনের মতো শিক্ষার্থী থাকে। আপনাকে প্রথমে কানাডিয়ান কোন একটি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে হবে। এই বৃত্তির পরিমাণ বছরে প্রায় ৫০ হাজার কানাডিয়ান ডলার, যা পিএইচডি প্রোগ্রামের তিন বছর পর্যন্ত দেওয়া হয়। যোগ্য হওয়ার জন্য একাডেমিক শ্রেষ্ঠত্ব, গবেষণার সম্ভাব্যতা এবং নেতৃত্ব গুণাবলি এই তিনটিকেই সমানভাবে মূল্যায়ন করা হয়।

প্রার্থীরা যে কানাডিয়ান ইন্সটিটিউশনে পড়তে চান, তাদের দ্বারা অবশ্যই মনোনীত হতে হবে। প্রতি বছর প্রায় ২০০ শিক্ষার্থী টরন্টো বিশ্ববিদ্যালয়, ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, ওয়াটারলু বিশ্ববিদ্যালয়, আলবার্টা বিশ্ববিদ্যালয় এবং প্রায় ১০০ শিক্ষার্থী অন্যান্য প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্য এই বৃত্তি পেয়ে থাকে। লিঙ্ক: www.vanier.gc.ca/en/home-accueil.html

ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল মাস্টার্স এবং ডক্টরাল স্টুডেন্ট অ্যাওয়ার্ডস (International Master’s and Doctoral Student Awards at the University of Waterloo): এই বৃত্তি মাস্টার্স প্রোগ্রামের জন্য প্রতি সেমিস্টারে $২,০৪৫ দুই বছরের জন্য এবং পিএইচডি প্রোগ্রামের জন্য প্রতি সেমিস্টারে $৪,০৪৯ তিন বছরের জন্য দেওয়া হয়।

আন্তর্জাতিক ছাত্রদের জন্য বৃত্তির বিশাল সুযোগ হচ্ছে ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল মাস্টার্স এবং ডক্টরাল স্টুডেন্ট অ্যাওয়ার্ডস। এই বৃত্তির জন্য যোগ্য শিক্ষার্থীদের ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের গবেষণাভিত্তিক স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামগুলোতে পূর্ণ-সময় নথিভুক্ত থাকতে হবে এবং একটি বৈধ কানাডিয়ান স্টাডি পারমিট থাকতে হবে।

লিঙ্ক: ​uwaterloo.ca/graduate-studies/awardsandfunding/international-student-funding

ওজিএস (The Ontario Graduate Scholarship (OGS): ওজিএস প্রোগ্রামটি স্নাতকোত্তর গবেষণায় মাস্টার্স এবং ডক্টরেট পর্যায়ে উৎসাহিত করার জন্য প্রাদেশিক সরকার অর্থায়ন করে। এই বৃত্তির মূল বিষয়গুলো হচ্ছে এটির মূল্য বছরে $১৫ হাজার কানাডিয়ান ডলার। সর্বনিম্ন স্কলারশিপ হতে পারে দুই সেমিস্টার পর্যন্ত। এই বৃত্তির যোগ্যতা অর্জনের জন্য একটি আন্তর্জাতিক স্টুডেন্টকে স্টাডি পারমিট নিয়ে অন্টারিওতে থাকতে হবে।

কানাডায় স্কলারশিপ, স্টুডেন্ট ভিসা এবং ইমিগ্রেশন নিয়ে ‘ইমিগ্রেশন অ্যান্ড সেটেলমেন্ট’র স্বেচ্ছাসেবীরা দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। সম্পূর্ণ অলাভজনক কার্যক্রম হিসেবে পরিচিত ‘ইমিগ্রেশন অ্যান্ড সেটেলমেন্ট‘র ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপ থেকেও বিনামূল্যে এসব বিষয়ে সহযোগিতা লাভ করা সম্ভব।

বাংলাদেশ থেকে কানাডায় পড়তে যাওয়ার স্বপ্ন অনেকের চোখেই থাকে। কিন্তু পড়তে যাওয়ার আগে খুঁটিনাটি বিষয়গুলো ভালোভাবে জেনে যাওয়াটা অনেক জরুরি। এজেন্সি এবং দালালরা কাগজ প্রসেসিং করে টাকা নিতেই আগ্রহী। কিন্তু একজন স্টুডেন্টকেই কানাডা আসার ব্যাপারে সঠিক তথ্য অনুসন্ধান এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি