ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বৃত্তের মধ্যে আটকা বুবলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৩, ৩ মে ২০১৮

পুরো নাম শবনম ইয়াসমিন বুবলি। তিন বোন এক ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। ডাক নাম বুবলি হলেও বাসায় কেউ তাকে ডাকে বাবাই। কেউবা বাবান, আবার কেউ বাবলা বলে। আর মা ডাকেন ‘মোহাম্মদ’ বলে। মায়ের এই নামে ডাকার কারণ জানিয়ে বুবলি বলেন, ‘আমি বোনদের মধ্যে সবার ছোট। তখনও আমার ভাইয়ের জন্ম হয়নি। মা সবসময় আমাকে ছেলের মতো দেখতো। তাই এই নামে ডাকতেন তিনি।’

তিন বোনের মধ্যে বড় বোন গান করেন। মেজবোন সংবাদ পাঠিকা। বুবলি নিজেও বেসরকারি টিভি চ্যানেলে সংবাদ পাঠ করেছেন প্রায় তিন বছর।

সংবাদ পাঠিকা হওয়ার গল্পটা শুনতে চাইলে তিনি বলেন, ‘২০১৩ সালের শুরুর কথা। মেজবোন আমার আগেই সংবাদ পাঠিকা হয়েছিলেন। আমারও ইচ্ছে ছিলো সংবাদ পাঠিকা হবো। তাই সেই পথে পা বাড়ালাম।’

বর্তমানে তিনি হালের আলোচিত চিত্রনায়িকা। কিন্তু কিভাবে একজন সংবাদ পাঠিকা হয়ে গেছেন চিত্রনায়িকা, তা হয়তো অনেকেরই জানার ইচ্ছে করে! যদিও বুবলি এর আগেও বিষয়টি নিয়ে কথা বলেছেন, তবে এবার বললেন একটু ভিন্ন ভাবে।

শবনম বুবলি বলেন, ‘সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রে নায়িকা হিসেবে আসার ব্যাপারটি আমি অন্য রকমভাবে দেখছি। আমি মনে করি দুটি দুই রকম মাধ্যম। আবার মিলও আছে। আমি যখন সংবাদ পাঠিকা ছিলাম, তখন একেবারে সামনে বসে থাকতেন দর্শক। সরাসরি সংবাদ পাঠ করতে হতো। এটা সত্যি কঠিন ব্যাপার ছিল আমার জন্য। আবার একেক সংবাদ পড়তে গিয়ে একেক রকম অভিব্যক্তি প্রকাশ পেত। যেমন বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ের খবর পড়তে গিয়ে আনন্দ হতো। আবার কোনো দুর্ঘটনার খবর পড়তে গিয়ে খারাপ লাগত। এটা অভিনয়ের বেলায়ও হয়। এতে করে আমার মনে হয় একটু সুবিধাই হয়েছে। চলচ্চিত্রের নায়িকা হওয়ার পর মনে হয় দুটি মাধ্যম দুই রকম। দুইটার ভালোবাসা দুই রকম। অভিনয়ের মাধ্যমে দর্শকদের নানা ধরনের বার্তা দিতে পারি, যেটা একসময় সংবাদের মাধ্যমে দিতাম। তাই বলতে পারেন, মিল-অমিল সবই আছে। আর কতটা আত্মবিশ্বাসী সে ব্যাপারে বলব, আমি যখন সংবাদ পাঠিকা হিসেবে কাজ শুরু করি, তখন আমি নিজের একটা আসন পাকাপোক্ত করেছিলাম। খুব অল্প সময়ে নিজের জায়গা করে নিয়েছিলাম। একইভাবে আমার চলচ্চিত্রে আসাটাও খুব সুন্দর করে। আমার বিশ্বাস, এখানেও নিজের একটা জায়গা করে নিতে পারব। এখানে কে কতটা জনপ্রিয়, সেই হিসাব করার আগে আমার নিজের কাজটা ঠিকঠাক করতে চাই। বাকিটা দর্শক বিচার করবেন।’

তবে এখনও পর্যন্ত একজন মাত্র নায়কের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বুবলি। আর সে হচ্ছে শাকিব খান। যদিও অভিনেত্রী নিজের এই বিষয়টি গোপনই রেখেছেন এতোদিন। কারণ শাকিব খান ও বুবলীর রসায়ন নিয়ে বেশ আলোচনা হয়েছে শোবিজ পাড়ায়। যদিও শাকিব খান শুধু বুবলি নয়, এপার বাংলার সঙ্গে ওপার বাংলার নায়িকাদের সঙ্গেও পর্দা শেয়ার করছেন। কিন্তু বুবলির গণ্ডি এখনও বিস্তৃত হয়নি। আটকে আছে শাকিব খানের বাহুডোরে। বিষয়টি এমন যে এখনও তিনি বৃত্তের বাইরে পা বাড়াতে পারেননি।

এ বিষয়ে নায়িকা বলেন, ‘আমার আর শাকিব খানের জুটি দর্শক বেশ ভালোভাবেই নিয়েছে। তবে ভালোলাগা বা খারাপ লাগার ব্যাপারটি দর্শকের ওপর নির্ভর করে। সবার আগে প্রশ্ন, আমাদের রসায়ন কেমন লাগে। ভালো লাগে বলেই এখনো কাজ করে যাচ্ছি। তবে জনপ্রিয় করার পেছনে দর্শকের অবদান সব সময় আছে।’

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি