ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বৃদ্ধ বয়সে আপনি দেখতে যেমন হবেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৩, ২১ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বৃদ্ধ বয়সে নিজেকে দেখতে কেমন লাগবে সে প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খায়। নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানা না গেলেও ফেইসঅ্যাপ নামে এক অ্যাপ্লিকেশন কিন্তু এই প্রশ্নের উত্তর দেবে। অ্যাপটির সাহায্যে বিভিন্ন বয়সে আপনার চেহারা দেখতে কেমন হবে সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচার সমূহ:

অ্যাপটিতে ছেলে, মেয়ে, তরুণ, বয়স্ক, হাসি-খুশি ইত্যাদি অভিব্যক্তির ফিল্টার রয়েছে। ছবি নির্বাচন করে দিলেই অ্যাপটিতে থাকা এআই ছবিটিকে বিভিন্ন অভিব্যক্তির ফিল্টার অনুযায়ী এডিট করে দেবে। চাইলে অ্যাপটির মাধ্যমে এডিটিং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করতে পারেন।

অ্যাপটির মাধ্যমে ছবি ডাউনলোড করা যাবে ফোনের ইন্টারনাল মেমোরিতে।

অ্যাপ্লিকেশনটি চালু করলে ক্যামেরার সাহায্যে ছবি তোলা যাবে বা গ্যালারি থেকে ছবি নেওয়া যাবে।

অ্যাপটির একটি অসুবিধা হলো ছবি এডিট করার পরে জলছাপে অ্যাপটির লোগো প্রদর্শিত হয়। তবে যদি ৪ ডলার ব্যয় করে অ্যাপটি কিনে থাকেন তাহলে এই ঝামেলা থেকে মুক্তি মিলবে।

গুগল প্লেতে ৪.৫ রেটিং প্রাপ্ত অ্যাপ্লিকেশনটি এই ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে। অ্যাপটি ইতোমধ্যে ৫০ লাখের বেশি বার ডাউনলোড করা হয়েছে।

(সূত্র: টেক শহর)

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি