প্রকাশিত : ১০:০৬, ৬ আগস্ট ২০১৮ | আপডেট: ১০:১৫, ৬ আগস্ট ২০১৮
জয় থেকে আর মাত্র ১৭ বল দূরে বাংলাদেশ। না তিন উইকেট তুলে নিলেই তো জয় নিশ্চিত। একইসঙ্গে নিশ্চিত হয় সিরিজও। ওয়ানডে সিরিজ জয়ের পর টি-২০ সিরিজও জয়- এমন সমীকরণে বাধ সেজেছে বৃষ্টি।
যুক্তরাষ্ট্রের লুডার হিল স্টেডিয়ামে হঠাৎ করেই হানা দিয়েছে বৃষ্টি। খেলার ১৭.১ ওভারে বন্ধ হয়ে যায় খেলা।