ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বৃষ্টিতে ভেসে গেল নিউ জিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১২, ২৬ অক্টোবর ২০২২ | আপডেট: ২০:১২, ২৬ অক্টোবর ২০২২

একই মাঠে দিনের প্রথম ম্যাচে তবু ফল হলো। পরেরটিতে হতে পারল না টসই। নিউ জিল্যান্ড ও আফগানিস্তানের লড়াইয়ে জল ঢেলে দিল বৃষ্টি।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেছে। দুই দল পেয়েছে এক পয়েন্ট করে।

এখানেই দিনের প্রথম ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ইংল্যান্ডকে ৫ রানে হারায় আয়ারল্যান্ড। দল দুটির লড়াইয়েও বৃষ্টি হানা দিয়েছিল কয়েক দফা।

নিউ জিল্যান্ড ও আফগানিস্তানের ক্রিকেটাররা তো ব্যাট-বলের লড়াই-ই শুরু করতে পারল না। অনেক অপেক্ষার পর স্থানীয় সময় রাত সাড়ে নয়টার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৮৯ রানে হারিয়ে আসর শুরু করেছিল গতবারের রানার্সআপ নিউ জিল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে হেরেছিল আফগানিস্তান।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি