ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বৃষ্টিতে ভেসে গেল শ্রীলঙ্কার সুপার এইটের স্বপ্ন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮, ১২ জুন ২০২৪

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ হেরে খাদের কিনারায় ছিল শ্রীলঙ্কা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে নেপালের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না তাদের সামনে। কিন্তু ফ্লোরিডায় বৃষ্টির বাগড়ায় কপাল পুড়েছে লঙ্কানদের। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে গেল লঙ্কানরা। 

বাংলাদেশ সময় বুধবার (১২ জুন) ভোর সাড়ে ৫টায় শুরু হওয়ার কথা ছিল শ্রীলঙ্কা-নেপাল ম্যাচটি। কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে টস ছাড়াই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ। তাতে শ্রীলঙ্কার সুপার এইটের স্বপ্ন বলতে গেলে শেষ।

ম্যাচের দিন সকাল থেকেই সেখানে তুমুল বৃষ্টিপাতে ভেজা ছিল পুরো আউটফিল্ড। থেমে থেমে বৃষ্টির কারণে হতে পারেনি টসও। বেশ কয়েকবার মাঠ পরিদর্শন করার পর ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন আম্পায়াররা। এতে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।  

এর ফলে ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ থেকে প্রায় ছিটকেই গেল শ্রীলঙ্কা।

অন্যদিকে এই গ্রুপ থেকে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইটে পা রেখেছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। সামনে দুই ম্যাচ বাকি থাকায় সুপার এইটের সুযোগ আছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের সামনে। দু’দলই এখন পর্যন্ত ২ ম্যাচ খেলে একটি করে পয়েন্ট পেয়েছে।

এ গ্রুপ থেকে সুপার এইটের পথে এগিয়ে যেতে আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি