ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বৃষ্টিতে ভেসে যেতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৪, ২২ অক্টোবর ২০২২

প্রথম পর্ব শেষ হতেই স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়েই শনিবার শুরু হয়েছে চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভ। এদিনই দ্বিতীয় ম্যাচে মুখোমুখি আফগানিস্তান ও ইংল্যাড। আর বাংলাদেশ দল তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে সোমবার।

তবে এসব কিছুকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি নিয়েই।

রোববার (২৩ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপের মোস্ট হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে নামবে দুই দল।

তবে, উত্তেজনাময় এই ভারত-পাকিস্তান ম্যাচের আগে পাওয়া একটি খবরে চরম হতাশ তাবৎ ক্রিকেটপ্রেমীরা। ‘আপনার ছাতা এবং ডিএলএসের শিট প্রস্তুত রাখুন’ -এভাবেই খেলার দিনের ভবিষ্যৎ বাণী করে রাখা হয়েছে ম্যাচটির আগে। 

আসলেই কী বৃষ্টিতে ভেসে যেতে পারে ম্যাচটি! অস্ট্রেলিয়ায় এই মুহূর্তে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে; যা দেশটির পূর্ব এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে হচ্ছে বেশি পরিমাণেই।

অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুই দলের ম্যাচের দিন অর্থাৎ রোববার বৃষ্টি অব্যাহত থাকবে। আর ভারত-পাকিস্তানের ম্যাচ হবে অস্ট্রেলিয়ার দক্ষিণ দিকের স্টেডিয়াম মেলবোর্নে। যার ফলে কোনো বল মাঠে না গড়ালে পণ্ড হয়ে যেতে পারে ম্যাচটি। 

অস্ট্রেলিয়া সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে এশিয়ান দুই চির প্রতিদ্বন্দ্বীর জয়ের লড়াই। আর সেই সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৯০ শতাংশ। শুধু বৃষ্টিই নয়, সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।

সাধারণত, বৃষ্টি বিঘ্নিত ম্যাচের দিনেও কম করে হলেও পাঁচ ওভার খেলতে হয়। তবে প্রবল বৃষ্টিপাত হলে এই স্বল্প পরিসরের ম্যাচ চালানোও হয়তো সম্ভবপর হয়ে উঠবে না। 

এদিকে বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের ম্যাচের জন্য নেই কোনো রিজার্ভ ডে। ফলে বৃষ্টি বাধায় পণ্ডই হয়েও যেতে পারে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি