ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বৃষ্টিতে শুরু হয়নি ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১, ৭ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ১০:২৪, ৭ ডিসেম্বর ২০২৩

ঢাকা টেস্টে বাংলাদেশের চেয়ে ১১৭ রানে পিছিয়ে নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি দ্বিতীয় দিনের খেলা।

মিরপুরের শের-এ বাংলা স্টেডিয়াম এখন কাভারে ঢাকা। ভেজা আউটফিল্ডের কারণ খেলা পিছিয়ে দিয়েছেন দুই আম্পায়ার। 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে  পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি এই বৃষ্টির রেশ আগামীকাল শুক্রবার পর্যন্তও থাকতে পারে বলে জানা গেছে।

এর আগে, ব্যাটসম্যানদের হতাশা আর স্পিনারদের রাজত্বে শেষ হয় ঢাকা টেস্টের প্রথম দিন। সেন্টনার-ফিলিপসের ঘূর্নিতে ২শ’ও করতে পারেনি বাংলাদেশ। 

ব্যাটিং বিপর্যয়ের পরেও মিরাজ-তাইজুলের বোলিং তোপে লিডের সম্ভাবনা জাগিয়েই প্রথম দিন শেষ করে টাইগাররা। ৫৫ রানে ফিরেছে কিউইদের ৫ ব্যাটার। 

একই দিনেই পড়েছে দুই দলের ১৫টি উইকেট। এরমধ্যে স্পিনাররাই নিয়েছে ১৪টি। 

এদিন অদ্ভুত আউটে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন মুফফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ব্যাটম্যান হিসেবে আবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট হয়েছেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি