ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শ্রীলংকাকে ৩১ রানে হারিয়েছে ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৫, ১৩ অক্টোবর ২০১৮

শ্রীলংকার ডাম্বুলায় বৃষ্টি বিঘ্নিত ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ৩১ রানের জয় পেয়েছে ইংল্যান্ড। ম্যাচের দ্বিতীয় ইনিংসে শ্রীলংকার ব্যাটিং এ বৃষ্টি এসে খেলায় বাঁধা সৃষ্টি করলে ডার্ক লুইস (ডিএলএস) পদ্ধতিতে ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করে ম্যাচ রেফারি স্যার রিচি রিচার্ডসন।

ডাম্বুলায় প্রথমে টসে জিতে সফরকারিদের ব্যাটিং এর আমন্ত্রণ জানায় লংকান অধিনায়ক দিনেশ চান্ডিমাল। নিজেদের ইনিংসে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই ওপেনিং ব্যাটসম্যান হারাতে হয় ইংল্যান্ডকে। মালিঙ্গার বলে ধনঞ্জয়ের তালুবন্দী হয়ে সাঝ ঘরে ফিরে যেতে হয় জ্যাসন রয়কে। তবে দ্বিতীয় এবং তৃতীয় জুটিতে দলের হাল ধরেন ব্যাটসম্যানরা।

বেয়ার স্ট্র’কে নিয়ে প্রথমে ৭২ রানের জুটি গড়েন জো রুট। স্ট্র আউট হয়ে গেলেও অধিনায়ক মরগানের সাথে মিলে গড়েন ৬৮ রানের আরও একটি জুটি। সবশেষে ৮৩ বলে ৭১ রান করে আউট হন রুট। আর সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে থাকতে আউট হন মরগান। পরে বাটলার ২৮ রান করলেও উল্লেখযোগ্য রান করতে পারেননি আর কোন ব্যাটসম্যানই। ফলে ৫০ ওভার ব্যাট করে ইংলিশদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২৭৮ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু ভালো হয়নি শ্রীলংকারও। মাত্র ২০ রানেই ফিরে যেতে হয় তিন ব্যাটসম্যানকে। এদের মধ্যে ওপেনার উপুল থারাঙ্গা ‘গোল্ডেন ডাক’ মেরে আউট হন। কুশল পিরেরা এরপর খানিকটা হাল ধরলেও ৭৪ রানেই স্বাগতিকদের ব্যাটসম্যান সাঝঘরে।

এরপর সিলভা ৩৬ রান (৫০ বল) এবং থিসারা পিরেরা ৪৪ রানে (৪৯ বল) অপরাজিত থাকলেও ততক্ষণে বৃষ্টিতে বন্ধ হয় খেলা। ২৯ রানে ৫ উইকেট হারানো শ্রীলংকার সংগ্রহ ততক্ষণে ১৪০ রান।

এই জয়ের মাধ্যমে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে থাকলো ইংল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়।

//এস এইচ এস//  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি