ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেঁচে থাকলে পা দিতেন ৫৪ বছরে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৬, ১৯ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

আজ বাংলাদেশের সিনেমার অমর নায়ক সালমান শাহর জন্মদিন। বেঁচে থাকলে তিনি ৫৪ বছরে পা দিতেন।

সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন সালমান শাহ। সিনেমার পাশাপাশি নাটকেও তার অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। সালমানের সিনেমায় অভিষেক ঘটে মৌসুমীর সঙ্গে, এবং তারা ‘স্নেহ’ ও ‘অন্তরে অন্তরে’ ছবিতে একসঙ্গে কাজ করেন, যদিও এরপর আর কোনো সিনেমায় তারা জুটি বাঁধেননি।

পরবর্তীতে সালমান শাহ শাবনূরের সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেন, যা এখনো বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা জুটি হিসেবে বিবেচিত হয়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ অকাল প্রয়াণে এই দুনিয়া ছেড়ে চলে যান।

তার মৃত্যুর পরও ‘সত্যের মৃত্যু নেই’, ‘জীবন সংসার’, ‘মায়ের অধিকার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’, ‘শুধু তুমি’, ‘আনন্দ অশ্রু’ ও ‘বুকের ভেতর আগুন’সহ আরও অনেক ছবি ব্যবসা সফল হয়, যা প্রমাণ করে তার জনপ্রিয়তা আজও অমলিন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি