ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বেক্সিমকো শিল্পাঞ্চল পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ২৪ ডিসেম্বর ২০২২

বেক্সিমকো স্টেট অব আর্ট ইটিপি ও আরও এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে লিড প্লাটিনাম সার্টিফিকেট প্রদান করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। 

২২ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করেন বেক্সিমকো গ্রুপ ডিরেক্টর ও সিইও নাভেদ হোসেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, সংসদ সদস্য, বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ. রহমান। 

বেক্সিমকো গ্রুপের সিইও নাভেদ হোসেনের তত্ত্বাবধানে ভার্টিকেল লিডস গ্রিন স্বীকৃত বেক্সিমকো শিল্প পার্কের প্রতিটি বিভাগ পরিদর্শন করেন রাষ্ট্রদূত পিটার হাস। তারা বেক্সিমকোর প্রযুক্তি, শিক্ষা ও আরএন্ডডি কে মূল চালিকা শক্তি হিসেবে কাজে লাগিয়ে মূল্য সংযোজন ও উদ্ভাবনকে ত্বরান্বিত করার উদ্যেগকে সমাদৃত করেছেন।  

এছাড়াও তারা বেক্সিমকোর টেকসই বর্জ্য পরিশোধন প্রকল্পে রিকোভার্টেক্স এর সাথে গৃহীত সম্মিলিত উদ্যেগটির ব্যাপারে বিশেষ আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি একই ছাদের নিচে নির্মিত বিশ্বের সর্ব বৃহৎ ও অত্যাধুনিক প্রযুক্তি নিয়ন্ত্রিত টেকসই পানি পরিশোধন প্রকল্প এবং সয়ংক্রিয় পোশাক উৎপাদন শিল্পের প্রতি ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন এই পরিদর্শক দল।   

রাষ্ট্রদূত পিটার হাস বেক্সিমকো গৃহীত অন্যান্য উদ্যোগগুলোর প্রতিও অভিভূত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ফার্মাকিউটিকেলস, পিপিই, ব্যাংকিং খাত এবং বেক্সিমকোর নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড ইয়োলো, এলপিজি ও সৌর শক্তি খাতের অভাবনীয় সাফল্য অর্জন। পাশাপাশি বেক্সিমকোর ডিজিটালভিত্তিক উৎপাদন প্রক্রিয়া ও অত্যাধুনিক থ্রিডি মডেলিং কাস্টোমার সংযোগ সেবাটি তাদের বিশেষ উৎসাহী করে তোলে। বাংলাদেশে তৈরি পোশাক উৎপাদন শিল্পের বর্জ্য সমস্যা সমাধান ও তা নিয়ন্ত্রণে বেক্সিমকোর গৃহীত পদক্ষেপগুলোকে সমাদর করেছেন রাষ্ট্রদূত পিটার হাস। 

অনুষ্ঠানে সৈয়দ নাভেদ হুসেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং সালমান এফ রহমান এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট এবং রিভার্স অসমোসিসের গুরুত্ব তুলে ধরে বক্তৃতা প্রদান করেন। 

মার্কিন প্রযুক্তি সংস্থা স্ট্যামফোর্ড সায়েন্টিফিক ইন্টারন্যাশনাল, ইনকর্পোরেটেডের সাথে সমন্বয় করে প্রতিষ্ঠিত হয়েছিল বেক্সিমকোর ইটিপি স্টেট-অফ-দ্য-আর্ট। এটি ৪৫০ এম৩/এইচআর স্বক্ষমতা বিশিষ্ট, উন্নত বায়ো রিঅ্যাক্টর (এমবিবিআর) প্রযুক্তি সংবলিত একটি স্বয়ংক্রিয় কেন্দ্রীয় প্যানেল দ্বারা নিয়ন্ত্রিত। প্রযুক্তিখাতে বেক্সিমকোর এই অসামান্য অবদানে প্রতিষ্ঠানটিকে এলইইডি প্ল্যাটিনাম সার্টিফিকেট প্রদান করেছে মার্কিন গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি