ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেগম জিয়ার ভেতরের চেহারা এক, আর বাহিরের চেহারা আরেক বলেন আওয়ামী লীগ নেতারা

প্রকাশিত : ২২:৪০, ৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ২২:৪০, ৫ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় বেগম জিয়াকে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন তার ভেতরের চেহারা এক, আর বাহিরের চেহারা আরেক। মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের সভাপতি শেখ হাসিনার কারা মুক্তির দাবিতে গণস্বাক্ষর দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তারা এ কথা বলেন। সে সময় তারা দাবী করেন, বেগম জিয়ার আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া পুরোটাই লোক দেখানো। দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগ নেতাদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সৎপথে থাকারও পরামর্শ দেন নেতারা। সে সময় তারা বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, যার প্রমান এবার ৭ শতাংশের উপর প্রবৃদ্ধি হওয়ার প্রাক্কলন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি