ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বসন্ত বরণ উৎসব পালিত

প্রকাশিত : ১৭:৩৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

পহেলা ফাল্গুনে বসন্ত বরণ উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ফেসবুক পেজ ‘ক্যাম্পাস বিআরইউআর’ এর সদস্যদের আয়োজনে বসন্ত বরণে ‘মেহেদী উৎসব’ পালিত হয়েছে।

বুধবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির সামনে মেহেদী উৎসবের উদ্বোধন করেন  গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক তাসনীম হুমাইদা।

দিনব্যাপী বসন্ত বরণ উৎসবে ছিল, বিনামূল্যে মেহেদী লাগিয়ে দেওয়া, ঘুড়ি উড়ানো ইত্যাদি।

‘ক্যাম্পাস বিআরইউআর’ এর সদস্য রুবেল হোসেন ও জসিম উদ্দীন জানায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরাই প্রথম বসন্ত বরণ উৎসব পালন শুরু করছি। আমাদের লক্ষ্য বিশ্ববিদ্যালয়ে সৃজনশীল কর্মকান্ড পরিচালনা করা, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞান লাভের পথকে সুগম করে।

শিক্ষার্থীরা জানায়, বসন্ত বরণ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বসন্ত বরণ উৎসব দেখে আমরা খুব আনন্দিত। আমরা চাই প্রতিবছর বসন্ত বরণ উৎসব চলমান থাকুক।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি