ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বেতাগীতে বিএনপির সমাবেশ ঘিয়ে ১৪৪ ধারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০২, ২৫ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২২:৫৪, ৩০ সেপ্টেম্বর ২০১৭

বরগুনার বেতাগীতে বিএনপির কর্মী সমাবেশকে কেন্দ্র করে দু’গ্রুপের উত্তেজনায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় রোববার রাতে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চু ১৪৪ ধারা জারি করেন

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সোমবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

জানা গেছে, বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের আগমন উপলক্ষে আজ বেতাগী পৌর বিএনপির কার্যালয়ে ও মোকামিয়া ইউনিয়নের মাদরাসা বাজার মাঠে উপজেলা বিএনটি ও পৌর বিএনপি পৃথকভাবে দু`টি কর্মী সমাবেশের আয়োজন করে।

এতে একই দলের দুটি সভাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির ও পৌর বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে ওই দুই এলাকায় দলবলে লোক চলাচলের পাশাপাশি যেকোনো ধরনের সভা-সমাবেশ ও মিছিল মিটিং নিষিদ্ধ করা হয়েছে।

এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চু গণমাধ্যমকে জানিয়েছেন, আজ বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

/আর/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি