ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

বেনাপোলে ইউএস ডলারসহ ২ পাচারকারী আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৮, ৬ সেপ্টেম্বর ২০১৮

বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট থেকে  ৮৯ হাজার ৮শ’ ইউএস ডলারসহ দুই পাচারকারীকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। আটকরা হলেন- ওবায়দুর রহমান (২৭) ও মাসুদ মোল্লা (৩০)।

আটক ওবায়দুর রহমান নড়াইল জেলার নড়াগাতি উপজেলার খাসিয়াল গ্রামের আমির হোসেনের ছেলে ও মাসুদ মোল্লা একই উপজেলার বাওয়ে সোনা গ্রামের কাওসার মোল্লার ছেলে।  

বৃহস্পতিবার সকালে আমড়াখালি বিজিবি চেকপোস্টে যশোরগামী একটি যাত্রীবাহী বাস থেকে ডলারসহ তাদের আটক করা হয়। আটক ডলার বেনাপোল চেকপোষ্টে অবস্থিত একটি ‘মানিচেঞ্জার’ থেকে নিয়েছেন বলে জানান পাচারকারীরা।  

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক জানান, আমড়াখালী বিজিবি চেকপোষ্টের সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে বেনাপোল হতে যশোরগামী একটি যাত্রীবাহী বাসে সন্দেহভাজন দুই যাত্রীকে তল্লাশি করে তাদের পরিহিত জিন্স প্যান্টের পায়ের এ্যাংগেলের নিচে বাধা অবস্থায় ৮৯ হাজার ৮ শ‘ ইউএস ডলার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাংলাদেশী মূল্য ৭৫ লাখ ৪৩ হাজার ২শ‘ টাকা।

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি