ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

বেনাপোলে তিন কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক ৭

প্রকাশিত : ১৭:২১, ১ জুন ২০১৯

যশোরের বেনাপোল সীমান্ত থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রার একটি চালানসহ ৭ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি)।

শুক্রবার যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়। পরে আটক পাচারকারীদের নাম ও বৈদেশিক মুদ্রার পরিমাণ সংবাদকর্মীদের নিশ্চিত করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে ২ লাখ ৫৩ হাজার ৪ শত ইউএস ডলার, ৬৯ হাজার ৯৫০ পাউন্ড ও ৫ হাজার ৯০ ভারতীয় রুপি।

আটককৃত মুদ্রা পাচারকারীরা হলেন, শরিয়াতপুরের হাসিরকান্দি গ্রামের ইউছুফ হোসেনের ছেলে বেল্লাল হোসেন (২৮), বোনায়সরদার গ্রামের ইসকান্দের ছেলে আব্দুস ছালাম (৩০), পূর্বসারিঙ্গা গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে ইকবাল সরদার (২৮), চোকিদাকান্দি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৪), হোসেন চৌকিদারের ছেলে কবীর হোসেন (৩৪), হাসিকান্দি গ্রামের ইউছুপের ছেলে সাইফুল ইসলাম (৩৪) ও সাতফুড়িয়াকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মিরাজুল ইসলাম (২২)।

বেনাপোল সীমান্ত পথে বিপুল পরিমানে বৈদেশিক মুদ্রা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি আমড়াখালী চেকপোস্টে সাউথ লাইনের একটি বাস থামিয়ে সন্দেহ ভাজন যাত্রীদের ব্যাগ তল্লাশি করে।

এ সময় তাদের ব্যাগের মধ্য থেকে এসব বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। পরে মুদ্রা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭টি পাসপোর্ট, ৭টি মোবাইল সেট, এটিএম কার্ড ৮টি ও মুদ্রা পাচারে ব্যবহৃত ৫টি বেল্ট জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, আটককৃত বৈদেশিক মুদ্রার বাজার মূল্য আনুমানিক তিন কোটি টাকা। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

এমএস/কেআই


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি