ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

বেনাপোলে ভারতীয় চা পাতাসহ পাচারকারী আটক

প্রকাশিত : ১৭:৩৯, ১১ এপ্রিল ২০১৯

যশোরের বেনাপোল পোর্ট থানার শিকড়ি গ্রামের একটি কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে ১৮০ কেজি ভারতীয় চাপাতাসহ নুরুজ্জামান (৩৮) নামে একজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সে বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। বৃহস্পতিবার সকালের দিকে ১৮০ কেজি ভারতীয় চাপাতাসহ তাকে আটক করে বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদে জানতে পারি একদল পাচারকারী বিপুল পরিমাণ ভারতীয় চা পাতার একটি চালান পাচার করে এনে তা শিকড়ি গ্রামের একটি কাঁচা রাস্তা দিয়ে বেনাপোলের দিকে নিয়ে যাচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে নুরুজ্জামান নামে একজন পাচারকারীকে ১৮০ কেজি ভারতীয় চাপাতাসহ আটক করে।

এ সময় তার সঙ্গে থাকা বাকি তিনজন পালিয়ে যায়। আটক নুরুজ্জামানকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি