ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

বেনাপোলে হুন্ডির টাকাসহ ২ ভারতীয় আটক

প্রকাশিত : ২২:০৫, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

বেনাপোল চেকপোষ্ট দিয়ে অভিনব কায়দায় জুতার ভেতর দিয়ে হুন্ডির টাকা পাচারের সময় ৪ লাখ টাকাসহ ২ জন ভারতীয় ট্রাক চালককে আটক করেছে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় তাদের আটক করে। আটকরা হলো ভারতের উত্তর চব্বিশ পরগনার জেলার বনগাঁ থানার পাইকপাড়া গ্রামের সিরাজুল মন্ডলের ছেলে সুমন (২৪) ও একই গ্রামের দুলাল ঘোষের ছেলে রাকেশ ঘোষ (২৭)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, গোপন সংবাদে জানা যায়, দুই জন ভারতীয় ট্রাক চালক ভারত থেকে ৪ লাখ হুন্ডির বাংলাদেশি টাকা নিয়ে বেনাপোলে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েক রফিকুল ইসলাম,ল্যান্স নায়েক নজরুল ইসলাম এর নেতৃত্বে বিজিবি‘র একটি টহলদল বেনাপোলে প্রবেশের সময় নোম্যান্সল্যান্ড থেকে সুমন ও রাকেশ ঘোষকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে তাদের পায়ের জুতার মধ্য থেকে বাংলাদেশি ৪ লাখ হুন্ডির টাকা উদ্ধার করা হয়। টাকাসহ আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি‘র ওই কর্মকর্তা।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি