বেনাপোলে ১৫০ বোতল ফেনসিডিলসহ আটক ২
প্রকাশিত : ১৩:০৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৯
যশোরের বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া মন্দির রোড থেকে দেড়শ’ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
বুধবার সকাল সাড়ে ৭ টার সময় ফেনসিডিলের এ চালনসহ তাদের আটক করা হয়। ৪৯ বিজিবি বেনাপোল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলো- বেনাপোল ভবেরবেড় গ্রামের বাবুল হাওলাদারের ছেলে রিপন (২০) ও একই গ্রামের শামিমের ছেলে সাকিল (১৮)।
কোম্পানি কমান্ডার মিজানুর রহমান বলেন, গোপন সংবাদে জানা যায়, ভারত থেকে নিয়ে আসা ফেনসিডিলের একটি চালান বেনাপোল দিয়ে যশোরে পাচার করা হবে। এমন খবরের ভিত্তিতে বেনাপোল বিজিবি’র একটি টহলদল ছোট আঁচড়া মন্দির রোডে অভিযান চালিয়ে রিপন ও সাকিলকে আটক করে। পরে তাদের কাছ থেকে দেড়শ’ বোতল ভারতীয় ফেনসিল উদ্ধার করা হয়। আটককৃতদের ফেনসিডিলসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
একে//
আরও পড়ুন