ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বেনাপোলে ২০টি স্বর্ণের বার উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২০, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

ভারতে পাচারকালে যশোরের বেনাপোল বন্দর থানার ধান্যখোলা সীমান্ত থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৯। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বেনাপোলের ধান্যখোলা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে এমন তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল অভিযান চালায়। ওই অভিযানে বাংলাদেশ থেকে ভারতে পাচারের প্রাক্কালে মেইন পিলার ২৫ এর ৩ এস এর নিকট বাহাদুরপুর মাঠে অজ্ঞাত ব্যক্তিকে ধাওয়া করলে তিনি লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় ২০টি স্বর্ণের বার ফেলে পালিয়ে যান। এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩৩ লাখ ৭৫ হাজার টাকা। উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো বেনাপোল বন্দর থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান আরিফুল।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি