ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বেনাপোলে ৯ লাখ হুন্ডির টাকাসহ পাচারকারী আটক   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৪, ৯ জুলাই ২০১৮

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে ৯ লাখ হুন্ডির টাকাসহ আব্দুর রাজ্জাক (৩৭) নামে একজন হুন্ডি পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।  

সোমবার দুপুর আড়াইটার সময় বেনাপোলের পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি বিজিবি পোষ্ট এলাকা থেকে রাজ্জাককে আটক করা হয়। আটক রাজ্জাক পুটখালী গ্রামের উত্তর পাড়ার মৃত আশানুর রহমান এর ছেলে।

বিজিবি জানায়, গোপন সূত্রে জানা যায় পুটখালী সীমান্ত থেকে একজন হুন্ডি পাচারকারী বিপুল পরিমান হুন্ডির টাকা নিয়ে বেনাপোলের দিকে নিয়ে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে পুটখালীর মসজিদ বাড়ি বিজিবি চেকপোস্ট এলাকা দিয়ে মোটর সাইকেলে করে যাওয়ার সময় রাজ্জাককে আটক করা হয়। পরে ক্যাম্পে নিয়ে তার শরীর তল্লাশি করে বাংলাদেশী ৯ লাখ টাকা পাওয়া যায়।  

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান টাকাসহ রাজ্জাক নামে একজন হুন্ডি পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক রাজ্জাককে উদ্ধারকৃত টাকা ও মোটর সাইকেলসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।     

কেআই/এসি   

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি