ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বেরোবিতে উপাচার্য নিয়োগের দাবি, উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি

রংপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৩৩, ১৬ সেপ্টেম্বর ২০২৪

উপাচার্য নিয়োগের দাবিতে এবং নিয়োগ দেবার নামে বৈষম্যের প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রংপুর নগরীর প্রবেশ দ্বার মর্ডান মোড়ে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে উত্তরবঙ্গ ব্লকেড করে এবং বিক্ষোভ অব্যাহত রেখেছে।

ফলে রংপুরের সাথে কুড়িগ্রাম লালমনিরহাটসহ বিভাগের ৮ জেলার সাথে বাস ট্রাকসহ সকল যান চলাচল বন্ধ হয়ে গেছে। মহাসড়কের দু পাশের ১০ কিলোমিটার এলাকাব্যাপি যানজটের সৃষ্টি হয়েছে।

দুপুর ১২ টা থেকে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মহাসড়কের দুপাশের শত শত যাত্রীবাহি বাস, মিনিবাস, মালবাহি যান আটকা পড়ে এবং যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

এর আগে দুপুর পৌনে ১২টার বেরোবির শিক্ষার্থীরা তাদের দাবি দাওয়া সম্বলিত প্লাকার্ড নিয়ে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মর্ডান মোড়ে মহাসড়কের মাঝখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

শিক্ষার্থীদের অভিযোগ সংস্কার বিরোধী আন্দোলনের সূচনা করেছে বেরোবির শিক্ষার্থীরা। প্রথম শহীদ হয়েছে বেরোবির শিক্ষার্থী আবু সাইদ। অথচ আবু সাইদের বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ দেড় মাসেও উপাচার্য নিয়োগ দেয়া হয়নি। অন্যদিকে ঢাকা , জগন্নাথ , এমনকি নোয়াখালি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেয়া হলেও আবু সাইদের রক্তে রজ্ঞিত বেরোবিতে কেন উপাচার্য নিয়োগ দেয়া হয়না। বেরোবি এমনিতেই খুনি হাসিনার সময় বৈষম্যের শিকার হয়েছে। এখনও কেন আমরা বৈষম্যের শিকার হবো। এটা আমরা বেরোবির শিক্ষার্থীরা মেনে নিতে পারিনা।

শিক্ষার্থীরা অভিযোগ করেছে উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয় খোলা ক্লাশ পরীক্ষাসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

এসবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি