ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বেরোবিতে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৮, ২৪ জুলাই ২০২৩

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। 

রোববার সকাল ১০টা থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

প্রথম পর্যায়ে ভর্তি প্রক্রিয়া আগামীকাল মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত ফি (৫ হাজার টাকা) প্রদান করে সম্পন্ন করতে হবে। এরপর আগামী বুধবারের মধ্যে ভর্তির কাগজপত্রাদি জমা দিতে হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে 'ক' 'খ' ও 'গ' ইউনিটে অনলাইনে টাকা জমা দিয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ২৩ জুলাই থেকে ২৬ জুলাইয়ের মধ্যে অফিস চলাকালীন সময়ে শিক্ষার্থীদের প্রাপ্ত স্ব স্ব বিভাগীয় অফিসে তাদের এসএসসি/সমমান ও এইচএসসি /সমমানের মূলনম্বরপত্র এবং প্রাথমিক ভর্তির রসিদের কপি জমা প্রদানের মাধ্যমে ভর্তি নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, এ-৪ সাইজের খামের উপরে শিক্ষার্থীগণ তাদের নাম, ইউনিট, জিএসটি রোল এবং মেরিট পজিশন লিখে উল্লেখিত কাগজপত্র ভরে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র জমা প্রদান না করলে তাদের ভর্তি বাতিল বলে গণ্য হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি