ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বেরোবিতে হলে গাঁজা খাওয়ায় শিক্ষার্থী বহিষ্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৮, ৫ অক্টোবর ২০২৪

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালযয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের রুমে গাঁজা বানানোর দায়ে এক শিক্ষার্থীকে হল থেকে তৎক্ষণাৎ বের করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রসাশন।

অভিযুক্ত শিক্ষার্থী হলেন বঙ্গবন্ধু হলের ৫০৬ নম্বর রুমে অবৈধভাবে অবস্থানরত পরিসংখ্যান বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী মেহরাজ হোসেন । তাকে দ্রুত হল ত্যাগের নির্দেশ দিয়েছেন বঙ্গবন্ধু হলের প্রভোস্ট একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আমির শরীফ।

শুক্রবার (৪ অক্টোবর ) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এক গোপন সূত্রে অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন সময়ে অভিযুক্ত শিক্ষার্থী গাজা সেবনের বিষয়টি স্বীকার করেন।

এবিষয়ে সহকারী প্রক্টর মোঃ আব্দুল্লাহ আল মাহবুব বলেন, এখানে শিক্ষার্থীরা আসে শিক্ষা নেওয়ার জন্য। বিশ্ববিদ্যালয়ের হলে পড়ালেখার পরিবেশ ঠিক রাখা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। হলে সকল প্রকার নেশা জাতীয় দ্রব্য সেবন আমারা বন্ধ করব। হলে শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করব।

এ সময় বঙ্গবন্ধু হলের প্রভোস্ট বলেন, নেশার ক্ষেত্রে কোনো ছাড় নেই। কেউ কোন প্রকার নেশা জাতীয় দ্রব্য রুমে সেবন করতে পারবে না। যদি কোন শিক্ষার্থীর বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ পাওয়া যায় তাহলে তৎক্ষণাৎ তাকে হল থেকে বহিষ্কার করা হবে। হোক সে বৈধ বা অবৈধ।

এ সময় সহকারী প্রভোস্ট সাইফুদ্দিন খালেদ,ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ প্রামানিকসহ বেশ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি